05 July 2016

সৈয়দ আহসান কবীর




স্বপ্নরঙিন সুখ

বৃষ্টিতে ধুয়ে যাক কালোমাখা রাত, মুছে যাক যতো সব পোড়া-জ্বলা দিন
আমার শুধুই চাই-জোছনা আলো, রূপালি রঙে ভেজা চাঁদ অমলিন
তার সাথে জেগে ওঠা সোনালি সকাল, আর সাথে যদি থাকে গোধূলি, বিকাল।

দিন রাত হাত ধরে হাঁটবো দুজন, পারি দেবো পরি-পাড়া যাদুর শহর
ভালোবেসে গড়ে নেবো পৃথিবী আমার, গড়ে দেবো রাত জাগা তারার বহর
আমাদের সুখ ছুঁয়ে থাকবে না কালো, আলোয় আলোয় হবে স্বপ্নরঙিন।
বৃষ্টিতে ধুয়ে যাক কালোমাখা রাত, মুছে যাক যতো সব পোড়া-জ্বলা দিন...



 



মন পড়ে আছে, মনের অভাবে

কেউ যদি থাকো বুঝে নিতে এসো
মন পড়ে আছে, সাথে মিশে আছে হৃদয়ের টান।
সস্তা না দামি দেখে বুঝে নাও
উল্টাতে চাও? তাও তুমি পারো- অপশন রাখা আছে।
প্রজেকশন করে এ্যাড দেওয়া আছে
চাইলেই তুমি জেনে নিতে পারো। কেউ আছো? চলে এসো-
পাশাপোলগাঁয় ছড়িয়ে ছিটিয়ে আছে
পর্দার আড়ালেও ঢাকা আছে কিছু তাজা লকলকে
লাবাং-এর স্বাদ মিক্স করা তাতে, ফ্লোবারে আছে সাধু!
রিমিক্স-এর যুগ, কি-ই-বা করার! সাথে নিতে পারো
অথবা কিস্তিতে করে যেতে পারো
হ্যান্ড ক্যাশে তাকে থার্টিতে ধরে বুকিং...
মন পড়ে আছে মনের অভাবে, কেউ যদি থাকো-
বুঝে নিতে পারো। অপশন রাখা আছে...


No comments:

Post a Comment