13 April 2017

মনোজিৎকুমার দাস



                

একাত্তরের সশস্ত্র মুক্তিযুদ্ধে বিজয়ের ফলে বাঙালি অর্জন করে তার কাঙ্খিত স্বাধীনতা। রণাঙ্গণে সশস্ত্র সংগ্রামের পাশাপাশি কবি সাহিত্যিকরা তাদের লেখনির মাধ্যমে স্বাধীনতার জন্য কলমযুদ্ধ চালিয়ে যান।তাদের লেখা কবিতা, গান নয় মাসের মুক্তিযুদ্ধে বিশেষভাবে অনুপ্রেরণা দান করে।
১৯৪৭ এর দেশভাগের ফলে বাঙালি অধ্যুষিত পুরো বাংলা খণ্ডিত হয়ে  বাংলার পূর্ব অংশ  পূর্ব বাংলা পাকিস্তান রাষ্ট্রের অর্ন্তভুক্ত হয়। হাজারেরও বেশি মাইল দূরের উর্দু ভাষী পশ্চিম পাকিস্তানের জনগোষ্ঠীর সঙ্গে নবগঠিত পূর্ব পাকিস্তানের জনগোষ্ঠীর মিলমহব্বত কোন দিনই সম্ভব নয় তা বুঝতে পারা যায় পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে উর্দু ঢাকার কার্জন হলে পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মোহম্মদ আলী জিন্নাহ্ এই ঘোষণায়।এ ঘোষণার পরিপ্রেক্ষিতে  ১৯৪৭ পরবর্তী বাংলা সাহিত্যে বাঙালির মুক্তির স্বপ্ন দেখার যাত্রা শুরু হয়।

রায়হান মুশফিক







পোস্টমর্টেম
এই ফিরে এসো! ফিরে এসো!
ওদিকটায় যেও না।
ঐ যে দরজার ওপাশে কাঁঠালি রং টেবিলটার 'পরে মেয়েটা পড়ে আছে,
নিথর দেহ!
মাথার খুলি, কপাল, বুক থেকে তলপেট অব্দি ফেড়ে রেখেছে আব্বাস ডোম।
ময়নাতদন্তের এখনো কিছু বাকী!
এত কাটাকুটি!


রাবেয়া রাহীম






কিছু আবেগী মেঘ

ভালোবেসে ভক্তি ভরে কত ভক্ত তোমায় করে নৈবেদ্য দান
শত ভক্তের ভীড়ে কখনও কি খুঁজে থাক আমার মুখটি?
মনে পড়েনা না? 

তুমি কি এখনো সম্মুখে আসন পেতে ধুপ শিখার গন্ধ গায়ে মেখে
দেবতার আলোকে দ্যুতি ছড়াও? 
কখনো কি মন্ত্র ভুলে আমার নামটি চলে আসে? 
স্পর্শ বোঝ? 
বসন্ত বাতাসে শিহরণ খেলে যায় কি? 
সর্বাঙ্গে ঔদ্ধত্য মেখে বর চাইতে গিয়ে আমি তোমাকেই চেয়েছিলাম,
আমার স্পর্শে জেগে উঠেছিল তোমার হাজার বছরের কামনা 
আর আমি হয়েছি আজ অশুচি, অস্পৃশ্য ।।

সঞ্চারিণী






চৈত্রমাস এলেই সেই বিভীষিকাময় স্মৃতি মনে পরে যায়! সবাই সাতেতের আড়ষ্ঠতা নিয়ে সমালোচনা করে, ভীতু বলে ব্যঙ্গ করে, কিন্তু কেউ জানেনা সাতেতের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনাগুলো কিভাবে তা’কে ভীতু করে তুলেছে! নিজে শিল্পী হওয়া স্বত্ত্বেও শিল্পীদের প্রতি কেন তার এই আস্থাহীনতা! তার মনে শিল্পীদের জন্য আলাদা আসন করে রাখা সেই সন্মান কিভাবে ঘৃণায় পর্যবসিত হয়েছে। ঘটনাগুলোয় এত বেশিই নাটকীয়তা; যে কাউকে বললে তা কেউ বিশ্বাসও করতে চাইবে না!

তাসরুজ্জামান বাবু




শ্রীযুক্ত নীলমণি হালদার কোমায় চলে যাচ্ছেন
শ্রী শ্রী নীলমণি হালদার কোমায় চলে যাচ্ছেন
ধীরে ধীরে... ক্রমাগত...
শ্রী শ্রী নীলমণি হালদার ।

সমগ্র পরিবার তার
চেয়ে আছে তার দিকে
ব্যগ্রতা চোখে মুখে...কিংকর্তব্যবিমূঢ়...
এ কেমন গভীর নিদ্রা
কতটা প্রলম্বিত মহাযাত্রা
ধীরে ধীরে নীলমণি হালদার
হয়ে যাচ্ছেন অচেতন, অবশ-নিথর

11 April 2017

শঙ্খসাথি পাল




সোম কর্মকার...
রিসেপশন থেকে নামটা অ্যানাউন্স করতেই অপেক্ষারত দুজন মানুষ ছুটে গেছিল রিসেপশনে। কাছের মানুষের জন্য উদ্বিগ্নতা মানুষকে কী ভীষণ অসহায় করে তোলে। নামটা শুনেই ছুটে গেছিলেন, পদবীটা খেয়ালই করেন সোম সরকার। পাশের ছেলেটিই বোধহয় সোম কর্মকার। কে জানে সে কার অপেক্ষা করছে।

ছেলেটা ফিরে আসতে সোম বাবুই আলাপ করলেন নিজে থেকে। আসলে তিনি টেনশন কমাতে চাইছিলেন কথা বলে ।গতকাল মাঝ রাতে সুস্মিতার অ্যাটাকটা হয়েছিল। এখনও কিছু অ্যাসিওর করতে পারেননি ডাক্তারবাবুরা।
কে জানে, সুস্মিতা তার আগে চলে যাবে কিনা। একমাত্র মেয়ে জামাই থাকে দুবাই। সোমবাবু রিটায়ার করার পর থেকে বড্ড একলা বোধ করেন ।দুজন দুজনকে ঘিরে দিন কাটাচ্ছেন। দুজনের একজন চলে গেলে জীবনটাই তো থমকে যাবে। এসব চিন্তা ভাবনা মাথায় আসতেই হিমশীতল ভয় সারা শরীরে ছড়িয়ে পড়ছে। তাই সোমের সাথে কথা বলে একটু টেনশন ফ্রি হওয়ার চেষ্টায় জারি হলেন সোম সরকার।

রুদ্র নীলিম





মোমের আলোয় আঁকা- ২০০৪
কি একটা আঁকবো বলে সকালে তোর কফির কাপ কেড়ে নেয়া রোদ আর আমার
গোপন আঁতাত;তুই উড়ে গেলি ঘুড়ি হয়ে বিহানের কুয়াশা ফুঁড়ে; দারুণ গতি ছিল;
আকাশে চোখ চাওয়া কতদিন কতকাল জানা নেই
আমিও অপেক্ষার পাগলা রক ওয়েটিং এ ভাঙা এক চেয়ারে কাটিয়ে দিলাম
গণনা বিহীন কুয়াশা বয়স;বসন্ত আর শিমুল তুলো মাখা চঞ্চল চোখ চাওয়া
অথচ তুই বর্ষার ছাইভস্ম মেখে দাঁড়ালি বিকালি জানালায়। মাঠ ভর্তি বিদি ঘাস ঠায় দাঁড়িয়ে সূর্যাস্ত দেখলো,চিনেছিলি সাঁঝের ঘরফিরতি রাখালেরে; হাতে আধহাত মাপের শাসনের মসৃণ লাঠি।
তুইও ফিরে গেলি
তুইও রেখে গেলি
তুইও মেখে গেলি নাগরিক প্রসাধনী;নীল রঙ মনে রাখা অবাধ্য আঁকিবুঁকি
আমার ক্যানভাস চুরি হয়ে গেলো যেটায় তোর ছাপে একটা অসমাপ্ত সুখের মানচিত্র আঁচড় লুকানো ছিলো

তুফান পণ্ডিত





যে পথ গিয়েছে চলে
যে পথ গিয়েছে চলে...
বহুদূরে ...সীমাহীন,
সবুজের বুক চিরে ক্রমশ ধূসরিত
তরঙ্গের মতো দ্যোদুল;
সে পথে আজ আমি একা
যা ছিল পাথেয় ফুরিয়েছে প্রয়োজনে।

আকিব শিকদার





দুর্বিসহ মড়কে অহর্নিশ
আমার রূপসী বাংলা কাটে সাঁতার অহরহ
দুর্বিসহ
কালের বিপন্ন সরোবরে।
নিরাশার ধূ ধূ বালুচরে
দারুণ রক্তক্ষরণ চলে অহর্নিশ
সবুজের গায়ে লাগে বহ্নিদগ্ধ বিষ
জননীর বুকে ছোবল আঁকে ভয়াল নখারো দানব।

নিয়াজ উদ্দিন সুমন




একসাথে দুজন
ফাগুন এসেছে শুষ্কতা ঝেড়ে
সজীবতায় নতুন ভাবে রাঙাতে
কৃষ্ণচুড়া আর শিমুল ফুলের রঙে রঙে।

ফাগুনের এমন উতল হাওয়ায়
প্রকৃতির নয়নাভিরাম সাজসজ্জায়
মন যে তোমায় কাছে পেতে চাই।

09 April 2017

অভিজিৎ পাল





অন্তর্যামী – ১
তোমার পদ্মপাদে মাথা রাখি। আনত হই বহুবার। একটা দৃঢ়চেতা আত্মবিশ্বাস জাগে। অহংয়ের ভার মুছে আসে। ক্ষতে প্রলেপ পড়ে, যে ক্ষত একটু একটু করে আঘাতে ঘর বেঁধেছিল। নিরাময় হয়ে উঠি। তুমি হাসতে থাকো। নির্মেদ হাসি। বাক্যমনাতীত আনন্দঘন স্নেহাতুরা হাসি।  অমলিন প্রেক্ষাপট জমে ওঠে। সন্ধ্যারতির ছন্দে সেজে ওঠে গোটা বেলুড় মঠ। আত্মিক অনুভবগম্যতায় কণ্ঠে ধ্বনি ওঠে। ভাবমোহিত অপার্থিব কোরাসে আমার একক সত্তা তোমার স্পন্দনে মিশে যায়...


তুহেল আহমেদ





জোৎস্নাপন্থী বিপ্লব
আজকের সন্ধ্যার আকাশ গলে নেমেছিল এক ঝাঁক নিয়ন আলো
জানালার বেঁকে যাওয়া গ্রিলের ধুলো মাখা পটে
নিষ্পাপ ধূসর বর্ণদের মিছিলে
মিশে ছিল চুপিসারে এক সমুদ্র কালো জল।

চন্দনকৃষ্ণ পাল




ভ্রমণ, যান্ত্রিক আর্তনাদ নিয়ে
আনন্দময় শুভযাত্রা মুখ থুবড়ে পড়ে এই দীর্ঘ হাইওয়েতে, থেঁতলানো ট্রাক বাস কান্নায় ভেঙে পড়ে- যান্ত্রিক সুরে সুরে আমরা অবাক হই, মর্মভেদ করে এক তীব্র আর্তনাদ ঘেন্নায় আরেকবার অভিশাপ বর্ষণ মানুষের প্রতি।

গীতশ্রী সিনহা




বোধ
দিগন্ত ছুঁয়ে যায় কুয়াশার হিম,
হেঁটে চলে যায় শরীরী ঘ্রাণ,
দূর বনপথ একাকি নির্জন,
পাথরের মতো স্থির অবিচল।
কবে যেন সেই সবুজ নীলিমা ছুঁয়ে!
একাকি চলেছি স্মৃতি - বন্ধন সান্নিধ্যের
চেতনা মেখে...
শব্দহীন আর্তনাদ ভাষা খুঁজে ফেরে-
দু:খ আছে ঠিকানার সন্ধানে, আনমনে,
সুখ আছে বেহিসেবি অপচয়ে, গোপনে।

সুনীতি দেবনাথ





সোনালি ডানার চিল 
জীবনানন্দ দাশের চিল আর দেখি না। নিঃসঙ্গ রাত একা একান্তে কুয়াশার চাদর মুড়ি দিয়ে শুয়ে থাকে এখনো। শেষ রাত ধীরে বিভাবরী, জাগরণের, ঘুম আসে না। হঠাৎ উদ্দাম আন্দোলন, না বলা চলে ঝড়ো হাওয়ার মাতন। কাঁপছে থিরথির ঝরছে কুচি কুচি। শুয়ে আছি ঘাসেদের মোলায়েম বিছানায়। কল্পনার সবুজ ঘাসের মিহিকোমল আস্তরণ বিশেষে। দুহাতে সরিয়ে দিচ্ছি ঐ অন্ধকার কুয়াশার মোহজাল, নাকি অতীতের দরজা খুলছি। এক আকাশ খরখরে রোদ! নীলবাহার কোথায় গেলো? আয় না! আসে আরো রোদ! প্রখর তপন তাপে দহনজ্বালা! ঝালাপালা!দূরে বহুদূরে কালো ক'টি বিন্দু...একটা চক্র, আবর্তিত হচ্ছে নেমে আসছে, চোখের লেন্স ছবি আঁকছে! নামছে ...কয়েকটি চিল ঘুরপাক খাচ্ছে ! হায় চিল সোনালি ডানার চিল ...আমার অতীতের চিল, বর্তমানে অদৃশ্য। আর দেখা হবে না নিরালা ভবিষ্যতে অন্তহীন ঐ বর্তুলাকার আকাশের পরিসীমায়। সোনালি ডানা আর ত্রিকালের সমুদ্রের উপরে সাঁতার কাটবে না। পালক খুলে খুলে যায়... সুখ যায় দুঃখ যায় প্রেম যায় প্রাণ...সাঁতার কাটে নৈঃশব্দের অতলান্তে ... সোনালি রোদের বাস্তব হারিয়ে যায় পরাবাস্তবতার তীরে...জেগে উঠি নিঃশব্দ নৈশঃব্দে! হায় চিল, কল্পলোকের সোনালি ডানার চিল!
কাজরী,৪ অক্টোবর, ২০১৬