পোষাকের একাল-সেকাল
মাথা ব্যাথায় চুল ছিঁড়ে ফেলতে ইচ্ছে তখন করে না
যখন মনে হয় তোমাকে দেখতে
রাস্তার মোড়ে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকেও
তোমাকে এক পলক না দেখেই চলে যেতে হবে।
সেই পাগলাটে ইচ্ছেটা করে তখনি;
যখন ঘুমের রাজ্যে দেখা শত শত
স্বপ্নেও তোমাকে একটি বারেও দেখতে পাই না।
যখন মনে হয় তোমাকে দেখতে
রাস্তার মোড়ে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকেও
তোমাকে এক পলক না দেখেই চলে যেতে হবে।
সেই পাগলাটে ইচ্ছেটা করে তখনি;
যখন ঘুমের রাজ্যে দেখা শত শত
স্বপ্নেও তোমাকে একটি বারেও দেখতে পাই না।
বুকে সুঁই ফোঁটানো চিন চিন ব্যাথা তখন করে না
যখন মনে হয় আর কখনই আমাকে ভালোবাসবে না,
হৃদয় খোঁচানো ব্যাথা’টা অনুভব করি তখনি;
যখন ভাবি তোমার ঠোঁটে নিঃসৃত হবে না
আমাকে তুমি ভালোবাসো এই শব্দগুচ্ছ।
যখন মনে হয় আর কখনই আমাকে ভালোবাসবে না,
হৃদয় খোঁচানো ব্যাথা’টা অনুভব করি তখনি;
যখন ভাবি তোমার ঠোঁটে নিঃসৃত হবে না
আমাকে তুমি ভালোবাসো এই শব্দগুচ্ছ।
নিজেকে নিমেষেই নিঃশেষ করার ভাবনা তখন করে না
যখন মনে হয় তুমিহীন হয়ে থাকতে হবে,
অনৈতিক ভাবনা-টা মনে ঘুর-ঘুর করে তখনি;
যখন ভাবি আপন স্বত্বা এই ভূপৃষ্ঠে
একা টিকে থাকার কিইবা আর দরকার।
যখন মনে হয় তুমিহীন হয়ে থাকতে হবে,
অনৈতিক ভাবনা-টা মনে ঘুর-ঘুর করে তখনি;
যখন ভাবি আপন স্বত্বা এই ভূপৃষ্ঠে
একা টিকে থাকার কিইবা আর দরকার।
আনন্দময় পোশাকে পরিপাটি হয়ে থাকা
সেই আমি এখন;
যন্ত্রণার বেড়াজালের অগোছালো পোশাক পরা।
সেই আমি এখন;
যন্ত্রণার বেড়াজালের অগোছালো পোশাক পরা।
____________________________
No comments:
Post a Comment