রঙহীন
তন্নতন্ন করেও তোমার কোথাও নিজেকে পাইনিঅথচ তুমি আছো
তোমার সবটায় আছো
হাসিতে আছো
উচ্ছলতায় আছো
তোমাকে ঘিরে থাকা বা অবহেলা করা সবার সাথেই আছো
খুব সাবধানে কেবল নিজেকে সরিয়ে নিয়েছো আমার থেকে
বা আমাকে তোমার থেকে
মোটকথা আমি আর নেই
একসময় ছিলাম
ছিলাম না ঠিক বরং শুদ্ধ করে বলতে গেলে আমিই ছিলাম
আমি এখনো আছি ভেবে নিজেকে সান্ত্বনা দিতে গিয়ে ফিরে আসি নিজের কাছে
যার সব আছে শুধু তুমি নেই
তোমার ছেলেমানুষী দুঃখ দেবার চেষ্টায় কতোবার হেসেছি
মনে মনে বলেছি, ভালোবাসলে দুঃখ নিতে জানতে হয়
ভালোবাসতে সব উজার করে বাসতে হয়
ভালোবাসলে সব বিষাদ মনের আড়ালে নিয়ে তোমায় ভালো রাখতে হয়
এতসব জানতে জানতে ঠিক ঠিক ভালোবাসা শিখে নিয়েছিলাম
ঠিক তখনই আর তোমার চোখে আমাকে পাইনি
ও চোখে রঙিন ছায়া আছে
রঙহীন আমি নেই
অদ্ভুত কাঠিন্যে মুছে ফেলেছো আমাকে
শুধু জানতে পারোনি যে রঙে নিজেকে রঙিন দেখো তার পুরোটা ছিলাম আমি
আজ রঙহীন পড়ে থাকা কোথাও
এতটা দূরে! এতোটাই যে
দীর্ঘশ্বাসগুলো নীরবে একা হয়ে গেলেও তোমার দখিনের জানালায় ওরা আর হানা দেয় না
ভালো থেকো প্রিয় সুখে
আমি নেই, তুমি থেকো
সুখের ছায়ায়, প্রবল মায়ায়
আমি হীন তুমি-তবু ভালো থেকো!
_______________________________
No comments:
Post a Comment