দিবস রজনী আমি যেন কার আশায় আশায় থাকি
# সাতটা বেজে সতেরো মিনিট
আজ সব কেমন কেমন! এমন সকাল দেখিনি আগে-
দূরে
খোল বাজছে ষোলমাত্রায়, আমার ঘরে 'সখি
বহে গেল বেলা, শুধু হাসি খেলা'-হালকা চালে
নাচতে
নাচতে
নাচতে
গাময় এলিয়ে পড়ছে রোদ
দ্বৈরথে কিংবা সঙ্গমে
# দুটো বাজতে দশ মিনিট বাকি
কোন বোনহীন সম্পর্ক আমাকে দিয়ে হবেনা
এমন ভাবনা থেকেই হয়তো, কাদম্বরী বউঠানেরা
নিয়ত বলছেন, তুমি বড্ড অপরিণত ধুলো
চিঠি কিংবা কবিতা লিখবার আয়োজন করতেই
আঁতকে উঠছে–
না, না, এখননা প্লীজ, হাড়ি চড়িয়ে এসেছি সোনা
পায়েস পুড়ে যাবে
# ছয়টা উনত্রিশ
পায়েস পোড়েনি, রান্নাবাটি শেষ
তবে কেন মশালের মত ধরে রেখেছো দেশলাইও
কেন তেল ছড়িয়েছো ঘরময়
তবে কেন সাজছ তুমি এই মুহূর্তে-
শাড়িতে আগুন লাগানো পরী
দাউ দাউ পুড়ে যাচ্ছে তোমার সর্বাঙ্গ
এ আগুন জানেনাতো কতখানি অগ্নি জ্বেলেছিলে
একদিন বুকের নিবিড়ে, সব খেলা সাঙ্গ করে
ধীরে
ধীরে
ধীরে
তুমি ছাই হয়ে উড়ে যাচ্ছ চৈত্রের বাতাসে
কেননা, তুমি জেনে ফেলেছিলে প্রেম
রোজ এই সময় কোলাপসিবল গেট অব্ধি এসে
একা
দাঁড়িয়ে থাকে
অথচ, তুমি জানতে পারনি আজও সে অপেক্ষায়
ছাই মেখে সারা গা'য়
নাঙ্গা সন্ন্যাসী হবে
# বারোটা ঊনপঞ্চাশ
রোদ
ঘুমোচ্ছে
খোল
ঘুমোচ্ছে
সূর
ঘুমোচ্ছে
কাদম্বরী, আমিই কেবল
'হাজার বছর ধরে হাঁটিতেছি-
কবে বনলতার দেখা পাব'
আমার প্রশ্নের তোয়াক্কা না করে
কেমন কাত হয়ে
ঘুমিয়ে পড়ছে রাত্রি
কান পাতলে কার গোঙানির শব্দ শোনা যায়
আমার ইচ্ছে হয় তার কাছে যাই, কানের পাশে মুখ
নামিয়ে বলি, এই যে যা কিছু হারিয়ে ফেলেছ, তার
সমস্তটাই আঞ্চলিক, ক্ষুদ্র
চাইলেই ঘড়িটাকে ধরে ফেলতে পারি
শুধু সময়টা বেয়ারা
রাত বাড়ছে, মেলছে পাখা জোনাকির দল
বয়সের ভারে ন্যুজ এক বৃদ্ধ রঙ্গিন মাছের মতো
উড়তে চাইছে জোনাকির
পিছু
পিছু
কৌতূহলী কল্পরঙ যুবক অস্তিত্ব জুড়ে, শুধু
এই সময় তাকে চেনেনি
-----------------------------------------------------------------------------------
No comments:
Post a Comment