কোথায় কি!

01 January 2016

স্বাক্ষর চন্দ




























আমার লাল নীল স্বপ্নেরা ফাগুন ছুঁয়ে যায়
রোদ্দুরের অস্তাচল, ভাবনা গিলে খায়।
আমি দিগন্ত
বৃত্তে দেখি রাতের আনাগোনা
আমার স্বপ্নেরা পুকুরে ভাসে,হেলেদুলে কচুরিপানা।
দৃষ্টিপট জুড়া শুধু ভাঙাচোরা কল্পকথা
দিনের মানচিত্রে আঁকা রুদ্ধশ্বাসের ব্যাথা।
আমি যদি শেষ বেলার ডাকপিয়ন হয়ে
হেঁটে হেঁটে যেতে চাই দেশান্তরে!
কেও কি আমাকে আটকাবে না?
আমার বাম হাত ধরে কি কেও বলবে না?
এক মুঠো প্রেম দিয়ে যাও,
আমি থাকবো আরেক মুঠোর অপেক্ষায়?

No comments:

Post a Comment