কোথায় কি!

30 January 2016

দীপংকর চন্দ



হ্যালো তুমি কি আসছো আজ বিকেলে
একেবারে অর্থহীন অপ্রয়োজনীয় কথাগুলো পুনরুক্ত হচ্ছে বছরের পর বছর গ্রামোফোনের একঘেয়েমি এবং কবেকার সেই
ফাউন্টেইন পেন কি যেন নাম ও হ্যাঁ পার্কার কালি ফুরিয়েছে অথচ মায়া মায়া করে শেষ হচ্ছে জীবন কোন মানে হয় এসবের হ্যালো
তুমি কি আসছো আজ বিকেলে

শীত কিন্তু জেঁকে বসেছে বেশ এবং এটাই অদ্ভুত আমি এখনও বেঁচেবর্তে আছি খাচ্ছি দাচ্ছি দিব্যি এবং ঘুমিয়ে কাটাচ্ছি সেই আশ্চর্য
সময় যা কিনা একবার চলে গেলে ফেরে না আর হ্যালো
আমাদের গাড়িবারান্দার পশ্চিমে শিউলি গাছটার কথা মনে আছে অবাক ব্যাপার বৈশ্বায়নেও বদলায়নি তেমন আর মরিস মাইনর

আদ্যিকালের বদ্যি বুড়োর মতো দম ফুরিয়ে অতীতের আস্তাকুঁড়ে এখন হ্যালো শুনছো তুমি কি আসছো আজ বিকেলে হ্যালো

No comments:

Post a Comment