কোথায় কি!

01 December 2015

পিয়ালী বসু





ব্যক্তিগত সিরিজ কবিতাগুচ্ছ  

ব্যক্তিগত-১
মন খারাপের নেশায়
জেগে থাকে বয়ঃসন্ধির রাত
একটু একটু করে
পাঁজর ভাঙার শব্দ শুনি  
পূজোর বারোয়ারি সংকেতে
ব্যক্তিগত যাবতীয়রা
ঢাকের শব্দে বিজ্ঞাপন হয়ে ওঠে
“একটা প্রেমের কবিতা লেখার কথা ছিল
সে কথা ভুলে যাই”

ব্যক্তিগত-২
বুকের ওঠা পড়ার চেনা শব্দে
মিলিয়ে যাচ্ছে হাজারো না রাখা কথা
আঙ্গুল থেকে শরীরের নিভৃত অলিন্দে
দু-চারটে উদ্ধত জলপ্রপাত'.
চুমু নামক হঠকারী বদভ্যাস পেরিয়ে
আসলে আমি লিখছি
...অসমাপ্ত দগ্ধ প্রেমের কাব্য

ব্যক্তিগত-৩
বর্ষণ বিধুর রাত
কোন এক এমনই বর্ষার রাতে জেনেছিলাম
শরীরে প্রেম বাড়ে
আর আজ ...দীর্ঘ এক দশক পর জানলাম
ব্যথায় প্রেম বাড়ে
বিশেষ দৃষ্টব্য “মুঠোফোনে এই মুহূর্তে ঝিম ধরানো স্তব্ধতা”

ব্যক্তিগত-৪
আপাতত আমার একটা
সাময়িক মৃত্যু দরকার
প্রত্যাশিত প্রেমের শহরে
অপ্রত্যাশিত কিছু দুঃখ নিয়ে বাঁচার জন্য
বিশেষ দ্রষ্টব্য “দুঃসময়টাও আসলে সময়ের নির্যাস”

ব্যক্তিগত-৫
স্পর্শ বিমুখ রাত
সিগারেট জ্বলছে
সঙ্গে নিভৃতে প্রলয় খোঁজা...কিছু নিঃশব্দ ভালবাসা



No comments:

Post a Comment