কোথায় কি!

01 January 2016

রাবেয়া রাহীম






খুনসুটি আর মান অভিমানে কেটে যাচ্ছে রোদেলা সময়
অকারণ অভিমানী ঝগড়া আর দুজনার দুষ্টুমি ভরা রাতে,
চোখের ভাষা বলে, সব হারিয়ে যাচ্ছে আমার একটু একটু করে-
ভ্রমর কাজল কালো চোখ দুটিতে বিস্ময় ফুটিয়ে বলি-
ইশ! কিছু কি দরকার ছিল এতোটা কাছে আসার?

আমার পাতলা ঠোঁটে গল্পের খই, অবাক করা কাছে টানে তোমায়-
অঙ্গের বাঁধনে বেঁধে আমায়, অবাধ্য চুল গুলোকে বশে আনতে
মরিয়া হয়ে বিজয়ী সৈনিকের মত উফুল্ল হয়ে তুমি বল
তুমি শ্রেষ্ঠ বলেই অনায়াসে বলতে পারি, কিচ্ছু জানিনে
শুধু বলি, ঈশ্বর সাক্ষী!
প্রতিদিন যেন নতুন করে তোমার প্রেমে পড়ি!

দস্যিপনা কথার দৃষ্টিপাতে তোমার চোখের কোণে প্রেমের ফাঁসি-
ছোট ছোট অনুভবে ঠাসা ছোঁয়া-ছোয়া চুম্বনে আবেশিত হৃদয়ের ভিত-
সংস্পর্শের বানে সৃষ্টি প্রেমের উন্মাদনায় সাজিয়েছি দুটি প্রাণ
কী মায়া লুকিয়েছ ঐ চোখে?
হায় তোমাকে দেখিবার সাধ!

No comments:

Post a Comment