কোথায় কি!

02 December 2015

নিবেদিতা সেনগুপ্ত



১.
ভালবাসি না
তবুও সমুদ্রের আটপৌরে বালি ঝড়ে
উড়ে আসল
জানি না বৃন্তচ্যুত গোলাপ পাপড়ি
কি বলে গেল ভুলে

২.
চৈতালী সন্ধ্যা
ভাত কাপড়ের হলুদ শাড়ী পরা
মাঝখানের ত্রিশটা দিন
শাড়ির পাড়ের ঝুলে থাকা
আজ আর ফারাক পরে না
এরও নীচে ভালোবাসার
পা গুলোতে নূপুর আজ মূল্যহীন
নিঃশব্দে দুলছে
তবুও তাতে ধরা অবুঝ ভালোবাসার
একপ্রান্ত

৩.
কবে এসেছিল জানি না
একদিন সন্ধায় নবমী উচ্ছ্বাস এর
ভ্রান্ত আলোর
বৃষ্টিতে একফোঁটা
জল ওর গা বেয়ে যেনো
সহবাসের চেয়ে ও বড় বোঝা
চাপিয়ে দিলো
না উত্কণ্ঠিত
না উচ্ছসিত

No comments:

Post a Comment