কোথায় কি!

01 December 2015

তানজিনা জান্নাত





বুকের নরম পাঁজরে কখন কেউ একজন অতি যতনে রেখে গেছে
সাড়ে সোয়া মন ওজনের কষ্টের পাথর, অথচ
কোন দিন ও পাই নি আমি টের, কিংবা বোধ ও জাগে নি আমার -
কেউ যে অজান্তেই বুকে জায়গা করে লয়েছে অতলে।
লীন হয়ে পড়ে আছি কাতর - প্রসব বেদনার মতো তীব্র ব্যথায়
হৃদয়ের আনাচে কানাচে ছড়িয়ে পড়েছে বিষধর সাপের বিষাক্ত নীল বিষ
আর আমি যেন অমৃত সুধা ভেবে
নিরবধি প্রাণ ভরে পান করে চলেছি সেই বিষ,
গ্রেনেট বোমার মতো কথার বারুদে ঝাঁঝরা হয়ে আছে আমার প্রশস্ত বুক
স্প্লিণ্টারের আঘাতে অনবরত চূর্ণ বিচূর্ণ হচ্ছে নিথর শরীর,
লোহিত কণিকার ছিদ্রে ছিদ্রে শুরু হয়েছে প্রলয়ঙ্কারী ঝড়
মেলেনি তবুও আগাম ঘূর্ণি ঝড়ের বার্তা।
প্রকৃতি তার নিজস্ব গতিতে এঁকে গেছে ধ্বংসাত্মক চিহ্ন
পূর্বাভাস পেলে প্রতি পশমে পশমে হতো রেড এলার্ট জারি
ভারী হয়ে পড়তো একটি অলস পিপীলিকার পদচিহ্ন ও
মুহূর্তের মধ্যেই অনাকাঙ্ক্ষিত
বিপদ সংকেত ছড়িয়ে পড়তো বিধ্বস্ত হৃদয়ের আনাচে কানাচে
আর অবশেষে
মুক্তি পেতো একটি অসতর্ক প্রেম।

হয়তো, অমন ধ্রুপদি প্রেমের সাক্ষীও রাখে না বিংশ শতাব্দীর কোন ইতিহাস
তাইতো নিয়তির কাছেই হার মানতে হয়... বারেবার !!

No comments:

Post a Comment