কোথায় কি!

01 January 2016

মোজাদ্দেদ আল ফেসানী জাদিদ


আমার কোন পাখা ছিল না, কোন পাখি আমাকে দেখায় নি তার প্রিয় আকাশ,
আমার শুধু ছিল তোমার ঐ সবুজ শাড়ির হলুদ আঁচল আর একমুঠো বিকেল;
সেই বিকেলে আমি খুব উড়েছি, অবশেষে ডানা মেলে ক্লান্ত হয়ে ফিরেছি নীড়ে।

আমাকে কবি না হয়েও লিখতে হয়েছে হাজারো প্রেমের কবিতা,
আমার ছন্দহীন সকল কাব্যের অন্তর্নিহিতে লুকিয়ে আছো তুমি;
হয়ত ছন্দে অথবা অন্তমিলে অথচ আমি আবৃতি জানি না।

আমি পরিব্রাজক না হয়েও হেঁটে পার করেছি গন্তব্যহীন কত দূরত্ব,
তোমার এই দুরত্ব আমাকে ক্লান্ত করে দেয়, অথচ আমি জানি,
তোমার খোঁজে চলে গেছে পৃথিবীর গন্তব্যহীন সকল পথ।
আমি তো নিঃস্ব ছিলাম না, আমার অন্তত একটা হৃদয় ছিল।

No comments:

Post a Comment