১
আবারো ভোর আসবে
মধুবনী চাদরে মোরা ভোর
সিস্টেম অনুরণনের ভোর
লীন তাপের আদান প্রদানের ভোর
শিহরণে অর্ধ মুদিত চোখ
আগের ভোরের আর ফটোকপি নেই
কিন্ত সেই ভোরই
না হবে না
এবার আবারো হবে
অভিমানের অনুরণনের
পোস্ট মর্টেম নামে
প্রতিরোধ
হা তাই চাই না এই ভোর
২
তুমি বলছো আমায়
পর্দার আড়ালে থাকতে
তুমি বলেছো
অপ্রতিদ্বন্ধী হতে
তুমি কখনো বলোনি
আমায় কলম তুলে নিয়ে
তোমাকে প্রতিরোধের অস্ত্র গড়তে
তাই তো কলম এলো আজ তোমার
গতানুগতিকতার শঙ্খ বাজাতে
৩
দ্বিধা ভরা চোখে
তাকিও না আগামীর দিকে
আগামী আগমনী
তাকাও উলঙ্গ চোখে তার দিকে
অবাস্তবতায় দাঁড়িয়ে
তাকানো দুচোখ দেখো
আজও উলঙ্গ তারই দিকে।
No comments:
Post a Comment