কোথায় কি!

01 January 2016

সোহেল মাহরুফ




সোহেল মাহরুফ
আমাদের বাড়ি নেই
আমাদের বাড়ি নেই
আমরা বাসায় যাই-
সেখানে উঠোন নেই
বসে থাকি বারান্দায়-
সেখানে চাঁদ নেই
দেখি প্রতিবেশীর চাঁদমুখ
সেখানে রূপকথার গল্প নেই
আছে রূপসীর কটূক্তি
আছে যান্ত্রিকতার আসক্তি
আছে একঘেঁয়ে বিরক্তি
আমাদের বাড়ি নেই।


প্রতিক্ষা
ছেলেরা বড় হয়ে যাচ্ছে
বিষয়টি ভাবাচ্ছে
এখন তোমাকে।
অথচ সেই বালক
এখনও বালক রয়ে গেছে

তোমার আশায় পথ চেয়ে।


No comments:

Post a Comment