কোথায় কি!

01 December 2015

সুস্মিতা শীল





তোকে না বলতে পারা কথা গুলো
শব্দে লিখলে কবিতায় দাঁড়ায়।
আমার তোকে না বলা কথা
গুলো দিয়ে, আর কবিতা বানাতে
ভালো লাগছে না...

চল না, আজ পাশাপাশি হাঁটা যাক।
বেশিদূর না।
শুধু একটা চওড়া
রাস্থা, যেখানে সোজা গিয়ে বিন্দুতে পরিণত হয়েছে।
সেখানে যেতে যেতে অনেক
কিছু পাওয়া যাবে। আকাশের
হয়তো নতুন রঙ, খসে পরা শুঁকনো কিছু চেনা অচেনা গাছের পাতা।
বাকিটা না হয় সেখানে
থেকে ফিরে আসার পরই
জানা যাবে...

No comments:

Post a Comment