শহরের বৃষ্টিতে শব্দ নেই
এক সময় পাহাড় আকাশ ছুঁতে চাইতো
গাছেরা বসে থাকতো পাহাড়ের গায়
এখন কেউ আকাশ ছুঁতে চায় না
আকাশ মাথায় নিয়ে জেগে থাকে শহর
শহরের গলিতে গল্প
ছাদে সখ্যতা
মসজিদে দোয়া।
অশুভ অজগরের লেজে পথিকেরা বসে বসে ঘুমায়
অফিস দাঁত খিঁচিয়ে হাসে
হোটেলের প্রাসাদে থাকে পঙ্ক প্রস্তাবনা।
আজ শহরের প্রয়োজন মৃত্যুর খুব কাছাকাছি
শহুরে পোষাকে মেয়েরা আধুনিক বলে
শহরের বৃষ্টিতে শব্দ হয় না,
শহরের বৃষ্টিতে শব্দ হলে- মাঠের ঘাসেরা সবুজ হতো
পাহাড়ের গা গলে পড়ত প্রেমে
আকাশ বাতাস ছুঁতো- জীবন ছুঁয়ে যেতো জীবনের মানে।
No comments:
Post a Comment