জীবন জন্ম মৃত্যুর
দোয়াব
জন্ম ও মৃত্যুর মধ্যবর্তী সীমার নাম জীবন। এই
সীমানার নির্দিষ্ট কোন পরিমাপ নাই, বোধকরি কোনো কালেই ছিলনা। প্রতি মানব জীবন পরিপ্রেক্ষিতে উহা ভিন্ন ভিন্ন। কে
যে কতদিন বাঁচিবে তাই বলা যেরূপে দুরূহ সেইরূপে মরিবার পথেও অবশেষ রহে কিঞ্চিৎ প্রাণ ভরিয়া বাঁচার প্রচেষ্টা। অর্থাৎ মৃত্যু অনিবার্য জানিয়াও এই বাঁচিয়া থাকার
পর্ব মানবের নিকট সত্যতম, প্রিয়তম। একইসঙ্গে আনন্দময় ও দুঃখময়। তদনুরূপ
কাঙ্খিত ও নন্দিতও বটে। তা এই মানবজীবন অন্তরে বাহিরে বহুভাবে অনুভবী। সে কভু
প্রেমিক, কভু বা পথিক। কভু অভিযাত্রিক, অপহারক, প্রতারক, হন্তারক, ধার্মিক, ভাবুক, এইরূপে আরো নানাবিধ
রূপ পরিগ্রহ করিতে করিতে জীবন ক্রমশ মরণের পথে অগ্রসর হইতে থাকে। এই চলিবার
সূত্রেই জীবনের পথিক পরিচয়টি অগ্রগন্য। সেই অর্থে সে পান্থজন। তাইতো জীবনানন্দ দাশ
যথার্থই বলিয়াছেন, “হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি”।
No comments:
Post a Comment