শূন্যতা
ভেঙ্গে যাওয়া জলের স্বর্ণচূড়ে
জন্ম নেয় জোনাকি,
অতিক্রান্ত সময়ের ছায়া-আঁধারে
চলে পারষ্পরিক মূকাভিনয়,
ফোঁটা ফোঁটা আলোর মঞ্চ
হঠাৎ
ভ্রাম্যমাণ খণ্ডিত খেলাঘর।
সপ্তর্ষি ভেসে ওঠে বুকে,
অন্তিমে হামাগুড়ি-আলোয় চোখ
মেলে
মীমাংসাহীন এক বিমূর্ত ভোর!
ভাঙ্গা বেহালার
অন্ধকার
সংযুক্ত স্রোতের সঙ্গমে
নেচে ওঠে নীল নীল ঢেউ,
দোলায়িত সময়-দেহ কেঁপে ওঠে
জলকম্পে,
প্রধূমিতপ্রদোষ জুড়ে কেবল
পাড়ভাঙ্গা কান্না।
বন্ধু!
বিপ্রতীপ বিভীষিকায় বিত্রস্ত
বিমর্দিত বুক,
ভাঙ্গা বেহালার অন্ধকারে হাত
রাখে অস্ফুট ভৈরবী।
পাথর পালক খসে পড়ে কবিতায়
প্রাণহীন অদৃশ্য দিগন্ত হতে।
পুড়ে যায় হাঁটিহাঁটি পা
তোমার-আমার;
ছাই হয় সবুজের সমস্ত শরীর!
No comments:
Post a Comment