কোথায় কি!

31 March 2016

সৌমিত্র চক্রবর্তী



বিমূর্ততায়


সারা পার্বত্য জীবন জুড়ে বাঁশির আত্মহনন
জলপিপি নেবে উজ্জ্বল ছটপটে
কিশোরী বয়স ককটেলে গুলে দেব
ধূ ধূ শূন্য সরষের ক্ষেতের মাঝে আঁকাবাঁকা রাস্তায়
রূপোলী ফ্রেমে প্রেম এঁকে দিলে
চুলের দুপাশে আল্পসয়ের বরফ বেছে নিও,
অস্থির পশ্চিমে ফেলে রাখা পেগের ভেতর
 
মুছে যায় সিঁদুরের রঙ...
আমি তো জানি গ্যালাক্সি বিছানো
সযত্ন আদর তুলে রাখা গ্রহানুপুঞ্জের ভাঙাচোরা লাশেদের ফাঁকে,
দিন থাকে যান্ত্রিক দিনলিপি ত্বকে,
ঠোঁট রাখি উচ্চকিত সুতনুকা ঠোঁটে
 
হারালেই ফের খুঁজে বসত গড়ি জংলা নিষাদভূমিতে।

No comments:

Post a Comment