গোলাপ রচনা
কাঁটার রূপ রচনায়
গোলাপ তার বর্ণনা সাজিয়ে রাখে,
হাত থেকে হাতে
চোখের পলক সেই নৈবেদ্য
অন্তরেই অন্তরতম হয়ে ফুটে ওঠে।
দিগন্তের ছটায় ধুলিকণা
আরও বর্ণাঢ্য করে গোধূলি,
বসন্তের নিশ্বাসে চৈত্র শেষের গান
নবীনের সমারোহে পুরোন প্রতিচ্ছবি,
তাতেই উদ্যম
প্রাণের প্রেম প্রকাশ
ফুটে ওঠা গোলাপ রচনা।
No comments:
Post a Comment