কোথায় কি!

03 March 2016

জাকিয়া জেসমিন যূথী


নিজের মতো বাঁচা

এখন আমি নিজের মত
মগ্ন সুখে চলি
নষ্ট তরী বাইবো কত
দু:খ পায়ে দলি

গানের ভুবন কাব্যছড়া
গল্প ভুড়িভুড়ি
লিখে গেয়ে সরব পাড়া
স্বপ্ন বুকে ঘুরি

চলার পথে বন্ধু শত
হাত বাড়িয়ে রয়
হারবনা তো কঠিন ব্রত
হবেই হবে জয়

দিবারাত্রি আঁকছে কারা
সুখের জীবনচিত্র
একাই আছি পাগলপারা
সবার প্রিয়মিত্র

জীবন আমায় দীক্ষা দিলো
দিলো বাঁচার মন্ত্র
হতাশ কাহন অতীত ছিলো
ছিলো বিষের রন্ধ্র

নয়কো অলস একলা ভুবন
ইচ্ছে রথে বাঁচি
উড়ছি নীলে করছি কূজন
পেখম তুলে নাচি

সাদা ক্যানভাস রংগে ভরাই
আঁকি হরেক আদল
দু:খ মুছে সুখে মোড়াই

বাজাই নুপুর মাদল

No comments:

Post a Comment