বিচ্ছেদী
রাত
আমি আলো
ঝলমলে পূর্ণিমা হারিয়ে
খুঁজে পেয়েছি
জ্যোৎস্নাহীন অমাবস্যার অন্ধকার রাত,
এ রাত
একান্তই আমার।
এ রাতে ঝিঁঝিঁর ডাকে কানে ভেসে আসে বিদায়ী সুর,
মুখোমুখি বসিবার বনলতা সেন চলে যায় ধীর পায়ে।
জোনাকিরা হলুদ আলোয় জ্বালে বিরহ,
যন্ত্রণায় অবনত হয় বোবা বিশ্বাসের করুণ মুখ।
কোন কোন রাত
হয় বিচ্ছেদের,
যে রাতে খসে
পড়া নক্ষত্রের মত
আমি হারিয়ে
ফেলি আমার আকাশ, তোমার স্পর্শ-
এক জোড়া
মায়ার চোখ, আর একটা নীল পাড়ে শাড়ির
আঁচল।।
No comments:
Post a Comment