কোথায় কি!

07 March 2016

মর্তুজা হাসান সৈকত




অপ্রকাশিত চিত্রনাট্যের সবটুকু!

তোমাকে চেয়েছি অবশেষে এ সত্যও কতটুকু জেনেছো?
চিত্রনাট্যে যতটুকু প্রকাশিত, এইতো!

ঢের আছে আড়াল, যেমন নিপুণভাবে
নীতি আর আদর্শকে বিচূর্ণ করে তোমার প্রস্থানে
অবাক আর হতভম্ব হয়ে গিয়েছিলো আমার অন্তঃরাত্মা!

সিক্সটি নাইনকে উলটে দিলে যেমন নাইনটি সিক্স-
সফল পরিসমাপ্তি শেষে এখন তেমন ক্রমাগতই জানছো
তোমার পরিভ্রমণ কালে আমার ভেতরকার ঊর্মিকেও!

জীবন সর্বদাই নির্মম আর অভিশপ্ত নয় এটাতো বুঝেছো?
তেমনি অক্টোবর মানেও নয় তোমারই প্রাবল্য কেবল
ঝুমা অথৈ লিসা কিংবা সুমীও আছে, ডিসেম্বরেই আইরিন!

এসবই লাষ্ট ন' বছর ধরে দেখছি-
প্রেমিকারা অন্য পুরুষেরই বউ হয়ে যায় বারবার!
তাই সংবিধিবদ্ধভাবেই সতর্ক হওয়া উচি
আর চাই সবারই একজন করে ব্যাকআপ প্রেমিকা
তোমাদের চলে যাওয়ার পরও যে কিনা থেকে গেলো অন্তত!

রেলিঙে ফুলের টবগুলো বছর ঘুরলেই
বদলায় যেমন, মানুষের কেমেষ্ট্রিওতো তাই-ই আজকাল...

এইরকম পাপস্পর্শ আর জটিলতাময় নৃত্যধ্বনিই চারপাশে-

তবুও তুমি আমি কিংবা
প্রশ্নবিদ্ধ অন্য মানুষ কেউই বোঝে না
যাবতীয় দেহলি নান্দনিকতা, যৌন আর জৈবিক বাসনা
আড়াই বছরের প্রেম ভাঙে যেমন, আড়াই দশকের ঘরও!




এখন দূরত্ব ঢের...  

আমার অপ্রকাশিত এক আকাশ রয়েছে
এবারে প্রকাশ করে দেবো তাকে!  
আমার অপ্রকাশিত আকাশ-
চার ফর্মায় এবারে বেঁধে দেবো তাকে... 

সে আমাকে ছুঁয়ে গিয়েছে, এখন দূরত্ব ঢের!  




একটি জীবন খালিই কেবল!

শালার, আমরা কাঠের ঢেঁকির মতই কেটেছে কেবল একটি জীবন!
নইলে আগুন পেরুনো যৌবনেও স্বপ্নময় ফুল গুলোকে
বাইরে রেখে কোন প্রয়োজনে রাত্রি পার করে গেছি তালাবদ্ধ ঘরে!

বাড়ির পাশের সেই হলদে পাখি প্রেম কিংবা ভালোবাসাজনিত আবেগে
সত্যিই অনুরণিত হয়েছিলো কিনা না, নাকি নিজ প্রয়োজনে
মন আড়াল করে শরীরী লিপ্সায় এসেছিলো নিশ্চিত না হয়েই বলেছি,
প্রেম সেতো স্পর্শ মধুর, চাই ততোধিক, প্রত্যাশার চাইতেও যা অধিক!

অথচ সুন্দর এবং সূর্যের পক্ষপাত ছিলো না বলেই
অবহেলা আর আক্ষেপের আগুনে পুড়ে পুড়ে ফুলগুলো পরে ছিল
মাটির জমিনে; যতদূর দৃষ্টি অন্ধকারময় দিনের মত!

শীতের তুষার বাতাসের নীরব দীর্ঘশ্বাসে নিষ্পত্র বৃক্ষের মত
অত:পর ক্ষয়ে গেলে প্রদীপ্ত যৌবন, শরীর আর মুখের সতেজতা
স্বম্বিত ফিরে তাকিয়ে দেখি হেঁটে গেছি রঙের বাহার, দহন পীড়ন এক জীবনের
অথচ কেউ পাশে নেই, নেই পাশে কেউ বোশেখ-চৈত্রে

একটি জীবন খালিই কেবল মাইলের পর মাইল জুড়ে!

No comments:

Post a Comment