এক অজানা অনুভূতিতে হামাগুড়ি দিচ্ছিল আমার মন,
তোমার রূপলাবণ্যের নিকানো উঠোনে।
তোমার লাজুক ঠোঁট অহরহ স্বপ্ন এঁকে দেয় ভালোবাসার নীরব আঁখিতে।
তোমার প্রতি লোমকূপে হামাগুড়ি দেয় আমার চওড়া বুক, আলিঙ্গনের পাল তুলে-
আমার হামাগুড়ি মন তোমার অন্তর্বাসের প্রতি ভাঁজে খেলা করে,
অন্তরের উষ্ণতায় বাষ্পীভূত হয় তৃপ্তির আধখোলা চক্ষুতে।
আমার ভালোবাসা হামাগুড়ি খায় তোমার বিন্দিহীন কপালে,
তোমার সজল এলোচুলের তোয়ালে বাঁধা খোঁপায়।
জ্যোৎস্নার রূপালী চাদরে,
তোমার বাঁধভাঙা যৌবনের উচ্ছ্বসিত আবডালে জেগে থাকে হামাগুড়ি,
প্রেমের এক টুকরো যাপনচিত্রে।
No comments:
Post a Comment