কোথায় কি!

05 July 2016

অনামিকা তাবাসসুম





ঘর
ঘর এক শিহরিত স্বাদের বস্তুগত নিদর্শন।
আমার সমীপে সে কখনোই লেখেনি চিঠি।
নিজমুখে দেয়নি হয়ত চুম্বন।
তবুও স্বচ্ছ জলের নমুনা হয়ে ধুয়ে মুছে পবিত্র করে দিয়েছে আমার যাবতীয় সন্ধ্যাকাল।
ঘর আমার ঘর
আমার শ্লথগতিসম্পন্ন পাদ্বয় ও ক্ষত লুকিয়ে রাখা-
মস্তিকের আবাসস্থল।



স্কুল
স্কুলঘর এমনি এক চলতি অধ্যায়,

যে উসমুখেই ছুটি না কেন কখনো প্রাক্তন হয়না।

No comments:

Post a Comment