চন্দ্রমল্লিকার দিন
তুমিও সমকোণ
থেকে বেঁকে হয়ে গেলে
পঁয়তাল্লিশ ডিগ্রি
সেতুগুলি গুটিয়ে নেয় ছায়া
নদী থেকে
অথবা স্রোতই ভাসিয়ে
নেয়
সেইসব ছায়াসুধা
তমস দুপুর
জীবন
ভুল জানলার শার্সিতে
এঁকেছিলে দীর্ঘশ্বাস
ওপারে ফুরিয়ে
যায় চন্দ্রমল্লিকার দিন
এই নাও
এসো
মরে যাও
তারপর চলে যাও দূরে
অন্যকোথাও
চন্দ্রপাত তোমাকে
ডেকেছিলো
একদিন ছিলে
ঝড়েরও আগে
দাঁড়াও
এখানে দাঁড়াও
দ্যাখো আমাকে
আমিই হেঁটে মাড়িয়েছি
কুয়াশা
এসো থর থর
আবেষ্টনে মরে যাও
আমি ঋতিময় আনন্দের
উৎসারণ
এই নাও আমার
চুম্বন
একটি সুধাকর
হারিয়ে যাওয়া
সমুদ্রের তৃষ্ণায় চর জাগে
সোমত্ত জোয়ারের
বেলা ক্রমশ রক্তকে জাগায়
নোনতা স্বাদ
পরিব্যাপ্ত পথের রেখাকে বৃত্ত
বানায়
সমুদ্র কি সদেহ
হারায়
একটি সুধাকর ঘুরে
ঘুরে ঘুরে খুঁজে
মরে রাতনীল শেষ অধ্যায়
কতক্ষণ খুঁজে
এইসব শকল
আর সে বললো
নদী
আর ইহা নদীবেষ্টিত
একটি শব্দ গ্রাস
করে এইসব শকল
একটি বিশ্বাস নষ্ট
হয় দূরাগত রশ্মিতে
শব্দটি তৈরি
করে নৈঃশব্দ্যের বিস্তার
নদী চিরদিন খুঁজে
তার দেহের আকার
No comments:
Post a Comment