কোথায় কি!

14 August 2016

পাভেল আল ইমরান



সবুজ ভেড়া
গানের পাখিগুলো যখন সঙ্গম আর রক্ত পাচারে খসিয়ে যাচ্ছে ডানা। চোখ মেলতে চেয়ে চোখ উপড়ে হাতে নিয়ে ঘর ছাড়ছে সবুজ ভেড়া। সমুদ্র ঢেউয়ে গলে পড়া সূর্য শরীর চকচকিয়ে আঁকতো যাদের লোম- জাত ভুলেছে, শ্বাস ভুলেছে, ভুলেছে মা'র ওলানপুরে লুকিয়ে থাকা আস্ত-কাশ্মীর।
সাইপ্রেস আর আস্টার ফুলে বুনছে পায়ের বিষের সুই, যাচ্ছে তারা ঘাস মাড়িয়ে, পাথর দেশে লোহা চাষের পণ।দাদার ফেলে যাওয়া যুদ্ধ জাহাজের ইতিহাস ছিঁড়েছে খুরের তাপে।  প্যাপিরাস পাতায় মুছে নিচ্ছে নর্তকীর তৃপ্তনরম রস। ধূসরপেঁচা ডাকে সেই রাজকীয় পশমে।
জোয়ান ভেড়ারদল ঢুকে পড়েছে পাথরের গুহায়, সূর্যে ঝুলিয়েছে বাদুড়। বাদুড়ের পাখনায় গান্ধি পোকা আগুনশিলা ছুড়ে, জনপদে জালবিস্তার  লোহার গান্ধিপোকা।
অচৈতন্য-পশুজগ হারিয়ে শুর, চুপসে বন্দি হলো  লোহার শামুকে।






সুরমারঙা ব্যাঙ
সুরমারঙা উড়ন্ত ব্যাঙ আকাশ পরে নেচেছিলো অনেক আগে,হাজারবছর ঘুম রাঙানো গুহাবাসীর ধ্যানাসনে,  গ্রহরাশি মুক্তারূপের হয়াত নিতো নৃত্য শুঁকে
সুরমারঙা উড়ন্ত ব্যাঙ একেএকে ভূপাতিত বিষের তীরে,এখন শুধু আধার সুরে জগত জুড়ে ডাহুক বাজে,
কালো ব্যাঙে ভরে গেছে ফসলজমি

সুরমারঙা উড়ন্ত ব্যাঙ মমি হয়ে ভ্যাপসা গড়ন জিকির গুনে, আত্মজিকির-আগারবাতির ধোঁয়ায় নড়ে কাজল নিশান,কাজল-সূর্য বটের ফলে অন্ধকার ঢালে।


No comments:

Post a Comment