কোথায় কি!

05 September 2016

নিয়াজ উদ্দিন সুমন



অচেনা পরী
শর আকাশের-
সাদা মেঘের ভাজে ভাজে
রুপালি রোদের আল্পনায়
আঁকা হয় তোমার রঙিন ছবি
বিরল সুখে বদ্ধ হৃদয়ের দরজা খোলে যায়
নতুন স্বপ্নে বিভোর হয় ক্লান্ত মন।

ঝিরি ঝিরি বাতাস যেমন
ছুঁয়ে দেয় শর এর কাশফুল কে
তেমনি তুমি ও ছুঁয়ে যাও আমায়

নিশি-দিনে নিজের অজান্তে।

No comments:

Post a Comment