কোথায় কি!

08 October 2016

নির্ঝর নৈঃশব্দ্য



এই নাও
এসো
মরে যাও
তারপর চলে যাও দূরে
অন্যকোথাও
চন্দ্রপাত তোমাকে ডেকেছিলো
একদিন ছিলে ঝড়েরও আগে
দাঁড়াও
এখানে দাঁড়াও
দ্যাখো আমাকে
আমিই হেঁটে মাড়িয়েছি কুয়াশা
এসো থর থর
আবেষ্টনে মরে যাও
আমি ঋতিময় আনন্দের উৎসারণ
এই নাও আমার চুম্বন 


চন্দ্রমল্লিকার দিন
তুমিও সমকোণ থেকে বেঁকে হয়ে গেলে
পঁয়তাল্লিশ ডিগ্রি সেতুগুলি গুটিয়ে নেয় ছায়া
নদী থেকে
অথবা স্রোতই ভাসিয়ে নেয়
সেইসব ছায়াসুধা তমস দুপুর
জীবন
ভুল জানলার শার্সিতে এঁকেছিলে দীর্ঘশ্বাস
ওপারে ফুরিয়ে যায় চন্দ্রমল্লিকার দিন

No comments:

Post a Comment