কোথায় কি!

25 January 2017

স্বাতী গুপ্ত




অসংলগ্ন কিন্তু অবশ্যম্ভাবী
সংলাপ গুলো অনুরণিত
সমস্ত কবিতা শরীর জুড়ে
একটু আরও একটু ভালো লাগা
খুঁজে হাঁটছিল জলের পাড় ধরে...
শালুক ফুলের বুকে অস্তগামী সূর্যের মায়া
হালকা পালক হাঁস মন ভাসিয়ে

একটু আরও একটু উষ্ণতা খুঁজে
হিম চাদর জড়িয়ে কার্নিশ বেয়ে রাত
সেদিন আচমকা কাছে টেনেছিলো

আধো ঘুম ঘোরে পরিচিত গন্ধ
জন্মান্তরের লাল মেঝে মন্দির ছেড়ে
উঠে এসে জড়িয়ে ধরেছিলো

তার আর কোনো পর নেই
দীর্ঘ অক্লান্ত কথোপকথন যতি চিহ্নে
শব্দের মিছিলে ক্রমাগত একক অনুভূতি

No comments:

Post a Comment