এখনও খুঁজি
এখনও
খুঁজে ফিরি মাটির গন্ধ
কাশবনে
জোয়ারের শব্দ,
জলে
ভেসে যাওয়া লাটিমের ফল
কিম্বা
সিক্ত কোন হিজলের ফুল!
স্রোতে
ভেসে যাওয়া ছইয়ের নৌকো
উদাসীন
মাঝির ভাটিয়ালি সুর,
ভাষার
সৌন্দর্যে মোড়া কথার মালা,
গ্রাম্য
কবি মোকসেদ আলীর
আনকোরা
গীতিকবিতা!
গ্রাম্য
মেলায় সদ্য কিশোরীর বিস্ফোরিত চোখ,
অস্ফুট
কোন উচ্চারণ,
কিশোরের
অদম্য সাহসে পাড়ি দেওয়া অজানার মাঠ!
সদ্য
পিতা হওয়া যুবকের মোহাচ্ছন্নতা,
ঘরে
যার উৎকণ্ঠিত বধূ আছে পথপানে চেয়ে তার,
এখনও
গাঁয়ের পথে খুঁজে ফিরি
সন্ধার
ঈষৎ লালিমা ঠোঁটে
দ্রুতপদে
বিলীয়মান যুবতীর অচেনা চাহনি!
পাখিরা
কুজন করে ফিরে যায় নীড়ে,
আদৌ
কি নীড় আছে? আদৌ কি তারা ঘরে ফিরে?
দেশদেশান্তরে
কাঙ্খিত সুখ খুঁজে ফিরে?
কষ্টেরা আমারই থাক
এই যে
রাতের কালো মুছে যাবে,
আসবে
আরও এক সুখের সকাল!
ম্রিয়মাণ
বৃক্ষটিও সতেজ হবে,
জগৎ
জাগবে নতুন কোন উৎসবে!
শুধু
আমার ভিতরে লুকানো কিছু সত্য,
চিরকাল
যা আমারই ছিল, তোমাকেও বলতে পারিনি,
নিজের
ভেতর লুকিয়ে রেখে নিজেকেই করেছি দগ্ধ,
কতবার
বলতে গিয়েও অভিমানে হয়নি বলা,
কতবার
আবেগে রুদ্ধ হয়ে গেছে গলা,
বদ্ধ
হয়েছে হৃদয় আগল, ছটফটানি
থেমে
গেলে নিজেকে করেছি ক্ষতবিক্ষত,
এইতো
ভাল, আমার কষ্টকথন আমারই থাক,
তোমার
সুখগুলো আমাকে ভিজাক।
কিছু
সত্য নিজের ভিতর করে ধারণ,
নীরবেই
যেতে হয়, যখন আসে চিরবিদায় ক্ষণ!
_______________________________
No comments:
Post a Comment