কোথায় কি!

25 January 2017

রাবেয়া রাহীম



অনিকেত মঙ্গল
মন খারাপ হওয়াটা যেন প্রাত্যহিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।
তিন বেলা আহারের মত, সকালের নাস্তা বিকালের চায়ের মত
ঠিক যেন হবেই না কোনও ভাবে-
তুমি কি কখনো ক্যারিবিয়ান আইল্যান্ডে গিয়েছ, অনিকেত?
দেখেছ সেখানের প্রশান্ত মহাসাগরের বিশাল নীল জলরাশি?
আমি দেখেছি-ওখানেই চলে গেলাম সেদিন।
আমার বাড়ি থেকে খুব বেশী দূরে নয় তো,এই ধরো- প্লেনে তিন ঘন্টা।
যদিও প্লেন ভ্রমণ কিছুটা একঘেয়েমি থাকে তারপরেও ভালোই লাগছিলো,
প্লেনটা যখন বিশাল শরীর নিয়ে আকাশে উড়াল দিলো,
জানালা দিয়ে নীচে হাডসনের নীল জল দেখে
হঠাৎ দমকা হাওয়ার মতো তোমার মনটাই ছুঁয়েছিলাম
তাই যেন মনে হোল।
সেখানে যাওয়ার পর সেদিন আষাঢ়ের রাত ছিল।
সারারাত জুড়ে ঝিরিঝিরি বৃষ্টি-তারাদের আলোয় টুপটাপ জলের কণা
হীরের কুচির মতো অভিমান আর বিরহের বিবর্ণ রঙ আঁকড়ে,
সুখে ঝরে চলেছিল কান্নার হাত ধরে ।

তখনও ভোর হয়নি ছলছল চোখে বালুকা বেলা ধরে
হাঁটছি! হাঁটছি! হাঁটছি!
আলোক বর্ষের মত দীর্ঘতর মুহূর্ত পার হয়ে
প্রতিনিয়ত শূন্যতা আবিষ্কার করেছি অাপন সত্তায়!
এমন দুঃসাহসী ছোঁয়া না দিলেই কি হতো না,অনি?
চেয়ে দেখো, কি করে ভস্ম হয়েছে আমার বোধের গৃহটি
তোমার ঐ ভরাট কন্ঠ ভেংগে চুর চুর করেছে পাঁজরের প্রতিটি হাড়
শব্দ শুনতে পাওনি?
বুকের ভেতর অস্থির চঞ্চল জল-তরঙ্গ অকারনেই কি বেজেছিল সেই রাতে?
এক রাতের রোমান্থনে কেন প্রতিটি রাত মরে যাই অনি?

ভোরের সুর্যের মায়াময় আলোতে তোমার প্রতিচ্ছবি
হৃদয়ে আশ্চার্য গোঙানি অবিরাম--এলো চুল- ঠোঁট, বুকে জড়িয়ে
ভালোবাসায় ছুঁয়ে যাচ্ছিলে যেন তুমি!
নরম ছোঁয়া ব্যথার তন্ত্রী গুলো আরো-বেশি জোরে বেজে উঠেছিল,
স্পর্শ গুলো চিরস্থায়ী করে, সুখ উষ্ণ দেহ ছেনে
আবক্ষ কাছে টেনে তৃপ্ত করেছিলে তৃষিত হৃদয়
আকণ্ঠ নেশায় বুঁদ আমি তোমার প্রেমে, তোমার ছোঁয়াতে, অনুভবে!
কম্পিত বিহ্বল হয়ে শুধু বলতে পারলাম, ভালবাসি তোমায় অনিকেত!

তুমি তো জানোই ধরা তোমায় দিতেই হবে,তুমি ঠিকই জানো ।
ঈশ্বরের শপথ--বলে দাও
এই অপেক্ষা, এই ব্যাকুলতা কাছে পাবার জন্যে এই অধীর আকুলতা
এতো কল্পনা-ভাবনা--কোন কারন ?
নতুন জীবনের বার্তায় নাকি অনন্ত মৃত্যুবাণ?
কক্ষচূত নক্ষত্রের মত এসেছিলে জড়িয়ে নিয়েছি ভালোবাসার ছলে
আশাবাদী এক স্বপ্নচাষী আমি মরীচিকার ধোঁকা উপেক্ষা করে
মরুভূমিতে বুনে চলেছি স্বপ্নবীজ,
চাইছি আর একটিবার তোমার আলিঙ্গন --অনি!

No comments:

Post a Comment