কোথায় কি!

25 January 2017

অনিরুদ্ধ দাস




বিশ্বাস
বিশ্বাসকে লিখি-সাদা পাতায়
ধানরঙা কালি দিয়ে
একাকিত্বের আজানে...

আয়! ঈশ্বরকে অতিক্রম করে
এক নতুন মোটিভেশন খুঁজি,
তোর জামরঙা ঠোঁটে;

আমি বিশ্বাসে লিখি-
পথের পাশের উদাস পড়শি
ধুতরা ফুলের নান্দনিকতা,
দু ফিলিম গাঁজা টানলেও
চোখের ঠোঁটে লেগে রয়;

শতজন্মের বিশ্বাসেই লিখি
আদিবাসী যুবতীর খোঁপার ছাতিম পাতাটাই
সত্যম্ শিবম্ সুন্দরম্...
পরম ওঙ্কারের আলট্রিমেট্ নান্দনিকতা;

বাকি সবই-আবহমান
প্রাণ থেকে প্রাণে যায় বয়ে,
প্রাণের আত্মস্থ: আলফাজ;

No comments:

Post a Comment