কোথায় কি!

25 January 2017

ব্রততী সান্যাল





শিলালিপি
অনিয়মিত হাওয়ার আনাগোনায় যাপন লেখা থাকে...
ধুলোর দীর্ঘশ্বাসে ক্যানভাস পাল্টায়,
বড় রাস্তার মোড়ে রোজ...
:
ঝাউবনের মাটিতে ছায়া সরে যায়,
দীঘির অতলে মেশে নিঃশেষিত কাঠামো রোদ্দুর ছুঁয়ে বিকেলে...
:অযুত তারা
র খনিগর্ভে মহাশূন্য লেখা থাকে,
এঁকে রাখি বিষাদের এপিটাফ
চাঁদের সীমান্ত ঘিরে সন্ধ্যায়

:
প্রাসঙ্গিক ঋণ ঠেলে সাযুজ্য খোঁজে দিনান্ত,
অস্ত রেখায় নিহিত আছে আগামীর দৃশ্যকল্প...

No comments:

Post a Comment