সময়গ্রস্ত
আবাসিক হোটেলে ভোরের
সূর্য দেখার অপেক্ষার পর-
সাময়িক প্রতিবেশীর খরিদানি
আর সুখের প্রলাপ শুনে
অবাক বিস্ময়ে নিজেকে
আবিষ্কার করি দালালের হাসিতে।
এভাবে নিজেকে আরও একবার
আবিষ্কার করেছিলাম-
প্রিয় বন্ধু খালেদের
দেওয়া ভুল ঠিকানায় সুইচ টিপে;
যে ঠিকানায় একই ফ্লোরে
বসবাস করে ফুল আর কীট।
কীটের উল্লাসে যেখানে
বিবর্ণ হয়েছিলাম ফুলজলে।
দালালের চোখে যেমন কমিশন
ছাড়া আর কিছুই ভাসে না-
তেমনি, কীটের নর্দমায়ও
সময়গ্রস্ত ফুল হাসে না।
মিথ্যেবাদী
ধর্মগ্রন্থ হাতে নিয়ে বলেছিলে-
তুমি আমার প্রথম পুরুষ
আমি বুকভরা বিশ্বাস নিয়ে তোমার ললাটে
ঠোঁট ছোঁয়াতেই উচ্চারণ করলে-
এমনটি আমার খুবই পছন্দের!
আমার চোখ তখন স্থির হয়েছিল-
ধর্মগ্রন্থ আর ঈশ্বরের চোখে।
______________________
No comments:
Post a Comment