কোথায় কি!

22 August 2017

ব্রততী সান্যাল


মগ্নসায়র
অনন্ত ছায়াভিড়ে হারিয়ে যাবে মধ্যবিকেলের শালবন,
ডুবসাঁতার-ভেজা নৌকো, সন্ধ্যামুখী মেঠোপথ একদিন..
সেদিন নীল-তরঙ্গের ব্যাসার্ধ জুড়ে থাকবে না চাঁদের আলোমুখ,
পোড়োভিটের শ্যাওলা-কোণায় ছড়াবে না পান্তাভাতের সুবাস,
অদৃশ্য কল্পনা নিভন্ত লণ্ঠন বেয়ে স্থাপন করবে না মায়াকুঠী..

কিন্তু সেই মুহূর্তেও ছুঁয়ে থাকবে,
আমার অভ্যস্ত-ক্লান্তির নিশ্বাস সম্ভাব্য তুমিকে---
আর গল্পের ছেঁড়া পাতাগুলি সযত্নে কুলুঙ্গিতে তুলবে
ফেলে আসা ঐক্যদৃশ্যের সময়-রেখা..

জানো, শেষাবধি ভেসে থাকার আছিলা খুঁজছি ইদানিং,
জ্যোৎস্নার শিয়রে অকারণেই আঁকছি সহনশীলতা..

খোলা ছাদে হয়তো তখন জাম-রঙা অন্ধকার নেমেছে সদ্য,
পরিযায়ীও স্বঠিকানায় সুখী ভীষণ,
আমি কেবল অবয়ব খুঁজবো---
খানিক তোমার মতো নিটোল, খানিক আমারই মতো সর্বহারা,
তারই করতলে মেলে ধরবো সব-পেয়েছির বিক্ষিপ্ত পাণ্ডুলিপি..



No comments:

Post a Comment