কোথায় কি!

22 August 2017

ভায়লা সালিনা লিজা





যেইদিন সেইদিন একটা স্বপ্নদিন
ধরো শীতকাল
আমি আর স্বপ্ন বেড়াতে যাবো ফ্রান্সের ম্যায়োট্টে
লাল রঙের একটা ছোট্ট রেলবগিতে
সেখানে হাঁস পালকের তাকিয়া বিছানো থাকবে
এক উন্মুক্ত চুমুর নীড় যখন বিশ্রাম নেবে শীততাপোষ্ণ কামরাতে
আমাদের ভীষণ ভালো লাগবে

জানালার কাঁচ দিয়ে রাতের বিরাট ছায়াদের দাঁতখিঁচুনি
এক মূহুর্ত অথবা ঘন্টাখানেক
বা বেশ কিছুক্ষনই
নীলরঙের নালওয়ালা একটা মুননাইট
স্তব্দতায় মরবে
এইসব আর না দেখার জন্য,
আমরা দু'চোখের পাতা বন্ধ করে রাখব

হয়তো আচমকা বাজ ভেঙ্গে বৃষ্টি পড়তে থাকবে
রাধাকৃষ্ণের যাত্রা পালা হবে
আর বৃষ্টি,

তারপর মনে হবে চিবুকে যেন হালকা কেটে যাচ্ছে...
ছোট্ট একটা চুমুর মত পাগল
 লাল কালো পোলকা ডটের লেডি বাগ গাল বেয়ে
দ্রুত নেমে যাচ্ছে...

আরে! খুঁজে দেখতো! দেখোনা কি হলো?
আমি বলব মাথাটি এপাশ ওপাশ করতে করতে
অনেক সময় লেগে যাবে একে খুঁজে পেতে
রোদমাখা ফ্রান্সে
পোকাটা নিজেকেই হেঁচড়ে নিয়ে যাবে
আর্কেডিয়ায়
অথবা বিপরীত কোন মেরুতে
কি করবো তখন কোথায় খুঁজবো?

No comments:

Post a Comment