কোথায় কি!

22 August 2017

সিয়ামুল হায়াত সৈকত




সঙ্কোচ
ছায়া ও স্বপ্নের ব্যস্ত ফসিলে ঘুম চোখ
অ্যাশট্রের অন্ধকার দেখেও পোড়াও চুপচাপ?
ভুলগুলো মাইক্রোস্কোপের জাপ্টায় হাওয়া হয়
আর আবছায়ায় জমে ধূসর পাণ্ডুলিপি-

কবিতা বলতে যা জানি আমি, তুমি..
শরীর মেলে দিলেই জড়িয়ে ধরে বিষণ্নতা !
দীর্ঘ একটা ল্যান্ডিং, ধপাস্, আড়চোখে ভয়
চারকোণা হাওয়ায় সবুজ অথবা নীল
আহ্লাদে জমে ছায়া খুব, মেঘ হাওয়ায় নিঃশব্দ-

No comments:

Post a Comment