কোথায় কি!

06 March 2018

যুগল কবিতা—রিকি দাশ



শব্দঝরা শ্রাবণ
শব্দসমুহের অশ্বমেধ যজ্ঞ চলে শরীরী বৃন্দাবনে।যেন জেগে আছে শব্দঝরা শ্রাবণ অনন্তকাল ধরে ঘোরের, বিস্ময়ের ঝুলবারান্দায়।পোষা গাছের মতন কান্ডে ঝুলতে থাকে অহম, আনন্দ, ক্রোধসমুহ। শব্দমোহের তীব্র হাত যেন ডেকে আনে বহুদুর।বদলায় আকাশ,বদলে যায় শরীরঘ্রাণ। আলিঙ্গন করে শহর ও সন্ধ্যার যত ফলাফল। নড়বড়ে দাঁত নিয়ে সিঁড়ির নিচে নামতে থাকে এক একটি পা!

বিমূর্ত নেশায় আগলে ধরে শব্দজ্বর।
শব্দদ্রোহের ভার নিয়ে বিষণ্ন এক পারফিউমে চন্দন তিলকে কপাল চুইয়ে কাঠ পেন্সিলের দেহ ভস্ম হয়ে যায় শব্দঝরার শ্রাবণে...




খেয়াল
নীলিমার পাড়ায় ফেনায়িত শুভ্রতা কত রঙ-ঢঙে মেতে আছে।চুমোর দল বাতাসী খেয়ালে কালারফুল ফ্রক পড়ে আঁকছে প্রেমগদ্য।আলোকছটায় বর্ণীল সব বর্ণ বর্ণ সুখ।
অথচ পৃথিবীর অপর প্রান্তে গুচ্ছ সমূহ আঁধার কনকনে বিষাদ নিয়ে দাড়িয়ে আছে।লুকিয়ে রাখা কতকথা মহাস্রোতে ভেসে যায় জলধারায়।বয়োবৃদ্ধ দুঃখগুলো খিটখিটে হয়ে ফুটে উঠে কারো কারো চাঁদে।কতটুকুন দেখা যায়,বোঝা যায়,অথবা কতটুকুনই বা উপলব্ধি করা যায়।তবুও অপরাজেয় হয়ে সৌরভ ছড়ায় আত্মীয়-অনাত্মীয়।কেউ কেউ জীবনকে সংজ্ঞায়িত করতে করতে কাটিয়ে দেয় সমস্ত আধার...

কেউ কেউ মেঘলা সবুজে,শীতের মাঠে আগুনের ফুলকি দেখে ভেবে নেয় এইতো শীতরাত,এইতো ঘর,এইতো জীবন!
অথচ ফুটপাত, এই যে মহাপথ ধরে অসংখ্য পথিক পড়ে থাকে কি আকড়ে ধরে! যে পথে শীত নেই,ভয় নেই, বৃষ্টিজল নেই...
দেখ কারো কারো পথে ভরপুর ঐশ্বর্য্য..!!!

No comments:

Post a Comment