কোথায় কি!

06 December 2018

নির্বাচনী ফলাফল — আকিব শিকদার



দাদা বাঘ মার্কায় দাঁড়িয়ে ছিলেন।
গ্রামের নির্বাচন, মেম্বারী পদ। পাশ তিনি
করতে পারেননি; তবু নাম রটে গেলো বাঘ।
প্রতাপ বুঝাতে নিজের জমিতে করেছিলেন
একটি বাজার স্থাপন, সে বাজার আজও
বাঘের বাজার নামে খ্যাত।

সেই বসন্ত ২ —অনুপ চক্রবর্তী



প্রথম পর্বের পর...
নিরুপমা কে দেখতেই চোখ আটকে যায় সিঁথির একচিলতে সিঁদুরে। এর মধ্যেই পল্লবী চলে আসে।
দাদা আপনি এসেছেন আমি খুব খুশি হয়েছি। ও মা বাইরে দাড়িয়ে আছেন যে ভেতরে আসুন। কি রে নিরু চুপ করে দাঁড়িয়ে রইলি যে। কেউ আসলে তো ভিতরে আসতে বলতে হয় না কি এটা ও ভুলে গেছিস।
না এমনি।
প্রতাপ ভিতরে গিয়ে ভাবতে থাকে নিরুপমা র কথা। তার চোখে জল আসে। কিন্তু সে জল যে চোখে ই আটকে যায়। প্রতাপের খুব অস্বস্তি মনে হয়। এবার পল্লবী কে ডেকে বলেই ফেলে...
পল্লবী আমি বেশী দেরী করব না আজকেই রাজশাহী ফিরতে হবে।
দাদা এটা কি করে সম্ভব সবে মাত্র আসলেন আর এখনি বলছেন চলে যাবেন তা কখনো হয় না কি।
প্লিজ জেদ করো না। আজকে আমাকে যেতেই হবে। আমি ট্রেনের টিকিট বুকিং দিয়ে এসেছি।
টিকিট যখন বুকিং দিয়ে ফেলেছেন তখন আর কি বা বলবো।
নিরুপমা পাশের রুমে বসে পল্লবী কে রান্না র কাজে সাহায্য করছে। নিরুপমা র ছোট্ট মেয়েটি এ ঘর ঐ ঘর করছে। মেয়েটি কে প্রতাপ জিজ্ঞেস করে...
কি নাম তোমার?
অনুপমা।