কোথায় কি!

11 May 2019

যুগল কবিতা —আকিব শিকদার



ভালোবাসা পেলে, না পেলে
ভালোবাসা পেলে সব আগুন হবে জল
মরা গাছে ফুটবে কমল।

শ্যাওলা ধরা প্রাচীরের ছায়ায় বসবো দু’জন
মৌমাছি হয়ে চুষে নেবো তোমার যৌবন
নিজেকে উজাড় করে বিলিয়ে দেবো যখন তখন।

যদি ভালোবাসা না পাই তবে
সোনার সিংহাসন কালান্তরে মাটিতে মিলাবে।


  
ফিরতে পারিস যখন তখন
তোর চোখের মাপের আকাশ আমার নেই
তাই পাখনা মেলে উড়তে বলি না তোকে
ইচ্ছে হলে যা খুশি তা করিস, পূর্ণ অধিকার দেই।

তোর মনের মাপের উঠোন নেই এ বুকে
তাই নীড় সাজিয়ে বসতে বলি না তোকে
স্বাধীনতা দিলাম, বাসা বাঁধিস যার খুশি তার ডালে।

কিন্তু বলি শোন, আমার আকাশে কোনো বন্ধন নেই
সোনার খাঁচার দ্বার রেখেছি খুলে
ফিরতে পারিস যখন তখন তোর আকাশে দুরন্ত ঝড় এলে।

No comments:

Post a Comment