কোথায় কি!

25 October 2015

কাজী ফাতেমা ছবি





হেমন্তের সকাল

সোনা রোদ্দুর ঝিলিক দিয়ে
কার্তিক সকাল এলো
ঘাসের উপর শিশির বিন্দু
মন ভরিয়ে দিলো।
হেমন্তের এই সকাল বেলা
মিষ্টি হাওয়ার আবেশ
রোদ্দুর ছড়ায় মিষ্টি আলো
আঁখিতে ঘুমের রেশ।
শিশির ফোঁটা পাঁপড়ির গায়ে
স্নিগ্ধ সজীবতায়
টলমল করে মুক্তোর দানা
গাছের লতাপাতায়।
ঠাণ্ডা ঠাণ্ডা মিষ্টি হাওয়া
সুখের স্পর্শ দেহে
শিরশিরানি শীতল বায়ূ
উত্তর দিকে বহে।

হেমন্তের শুভেচ্ছা জানাই
আমি সবার তরে
শান্তি নিয়ে মনের মাঝে
কাটুক সুখে ঘরে।


__________________________

No comments:

Post a Comment