কোথায় কি!

25 October 2015

সাজিদ আবির




এডগার এলেন পো'র
"এনাবেল লি" 
ভাবানুবাদ- সাজিদ আবির
 ____________________________

এক, দুই, তিন... হাজার বছর আগে
সাত সমুদ্র তের নদীর পারে
বাস করতো একটি মেয়ে প্রথম প্রণয় ফাগে
এনাবেল লি নামে - চিনতো সবাই যারে।
অন্তরে তার ছিল না কেউ, ছিলাম শুধু আমি
পৃথিবীজোড়া মায়ামমতায় বিধাতা গড়েছে তারে।

ছোট্ট তখন আমরা- যখন প্রথমবারটি দেখা
ছোট্ট দুটি হৃদয় - তাতে আকাশভরা সুখ
বেলাভূমের সোনারোদ যেন কাটলো মনে রেখা
স্বর্গের 'পরে উড়ে ফেরা যত আত্মারা দুর্মুখ-
আমাদের প্রেমে ঈর্ষান্বিত, বিষন্ন ওরা, একা –
অভিশাপ দেয়, বান হাঁকে আর জ্বলেপুড়ে মরে!

সেই ঈর্ষার আগুন জ্বললো সাগরতীরের গ্রামে
মৃত্যুশীতল সর্পিল হাওয়া বয়ে গেল এঁকেবেঁকে
প্রিয়তমা মোর- ডাকতাম যারে এনাবেল লি নামে
ঘুমিয়ে পড়লো চিরদিন তরে, আমাকে একা রেখে!
কেড়ে নিয়ে গেল স্বজনেরা ওকে, আমার কোল থেকে
শীতল কবরে শুইয়ে দিল আমায় রিক্ত করে।

হিংসুক সেই আত্মা যাদের স্বর্গেতে বিচরণ
হাততালি দিয়ে নেচে গেয়ে ঘুরে ফিরলো অণুক্ষন
তাদের শীতল নি:শ্বাসে আজ প্রিয়া মোর বেঁচে নাই
তবু কেন তারা থামেনি করতে ঈর্ষা- ভেবে না পাই!
 তবু কেন সেই পোড়া আত্মারা আমায় ঘিরেই ঘোরে?
জানেনা কি তারা প্রিয়া মোর বেঁচে নাই, সে গেছে মরে? .

কেন ওরা আজো ঈর্ষাকাতর?- জবাবটা আমি জানি
প্রিয়াকে আমার কেড়ে নিয়ে গেছে, অনুভূতি? তা মরেনি!
ভালোবাসা আরো গভীর হয়েছে, বেড়েছে তীব্রতা
ভালো তাকে বেসে যাবো আমি, যত বাড়ুক যন্ত্রণা!
আকাশের যত কুটিল আত্মা- চোখ রাঙিয়ে যাক,
পারবে মুছতে এনাবেল লি'কে আমার বুকটা চীরে? .

বুড়ো থুরথুরে আকাশে যখন চাঁদ ওঠে ফের হেসে
ঘুমে-জাগরণে-স্বপ্নেতে আজো প্রিয়া মোর ফিরে আসে।
হাজার, লক্ষ, শতকোটি তারা ঝলমল করে জ্বলে
আমায় দেখলে ছুটে এসে এনাবেল লি'র কথা বলে!
সমুদ্রে যত ঢেউ বয় তারা ওকে নিয়ে গান গায়
লি'র কবরপাশে শুয়ে দিন এভাবেই কেটে যায়!
আমি আমার এনাবেল লি মিলেমিশে বেশ আছি-
ঈর্ষার অত সাধ্য কোথায়, মোদের ছিন্ন করে?

---------------------------------



Annabel Lee


It was many and many a year ago,
   In a kingdom by the sea,
That a maiden there lived whom you may know
   By the name of Annabel Lee;
And this maiden she lived with no other thought
   Than to love and be loved by me.

I was a child and she was a child,
   In this kingdom by the sea,
But we loved with a love that was more than love—
   I and my Annabel Lee—
With a love that the wingèd seraphs of Heaven
   Coveted her and me.

And this was the reason that, long ago,
   In this kingdom by the sea,
A wind blew out of a cloud, chilling
   My beautiful Annabel Lee;
So that her highborn kinsmen came
   And bore her away from me,
To shut her up in a sepulchre
   In this kingdom by the sea.

The angels, not half so happy in Heaven,
   Went envying her and me—
Yes!—that was the reason (as all men know,
   In this kingdom by the sea)
That the wind came out of the cloud by night,
   Chilling and killing my Annabel Lee.

But our love it was stronger by far than the love
   Of those who were older than we—
   Of many far wiser than we—
And neither the angels in Heaven above
   Nor the demons down under the sea
Can ever dissever my soul from the soul
   Of the beautiful Annabel Lee;

For the moon never beams, without bringing me dreams
   Of the beautiful Annabel Lee;
And the stars never rise, but I feel the bright eyes
   Of the beautiful Annabel Lee;
And so, all the night-tide, I lie down by the side
   Of my darling—my darling—my life and my bride,
   In her sepulchre there by the sea—

   In her tomb by the sounding sea.

No comments:

Post a Comment