কোথায় কি!

01 January 2016

সেলিম রেজা



স্বপ্ন পিপাসায় অসহ্য সুন্দর একটি চেহারা
অসহ্য সুন্দর তৃষ্ণার্ত একটি চেহারা শুয়ে আছে বিছানায়
খুব ইচ্ছে একবার ছুঁয়ে দেয় বাঁ কিংবা ডান হাতে
স্মৃতি জাগানিয়া নৈঃশব্দে করে লুকোচুরি
অদম্য এক তৃষ্ণা গা ভাসায় সমুদ্র শরীরে
ইচ্ছেঘুড়ি ডানা মেলে নীলাকাশের পানে
স্বপ্ন উড়াল দেয় আদিগন্ত সীমানা পেরিয়ে
বয়সের পাথর সরিয়ে হাঁটে বেহিসেবি যুবক
বিস্তৃত পথে গন্তব্য একটাই ভালোবাসার নিকোনো উঠোন
আর এক সমুদ্দুর স্বপ্ন পিপাসায় চুমু খায় পৃথিবীর গালে...




কেউ নেই, কেউ তো আছে
হেঁটে হেঁটে দীর্ঘ পথের সীমানা পেরিয়ে
সারাটা দুপুর কুড়ায় কষ্টের বকুল
কেউ নেই, শোনে না কেউ ঝরাপাতার মর্মর ধ্বনি
কেউ নেই, কেউ নেয় না টেনে বুকে
কেউ নেই, কেউ হাসে না পরম সুখে
কেউ নেই, কেউ একবার দেয় না ছুঁয়ে
কেউ নেই, কেউ লজ্জায় পড়ে না নুয়ে
কেউ নেই, কেউ দেয় না মুছে কপালের নুনঘাম
কেউ নেই, কেউ জড়ায় না স্বপ্ন সবুজ আঁচলে
বছরের পর বছর গেল, বয়সের ভারে নুব্জ্য
একলা মানুষ চলে না আর;
বাড়ে দীর্ঘশ্বাস বিষ বিষাদে মুখ থুবড়ে পড়ে
শেকড় ছড়িয়ে শিখরে, ঘন সবুজপাড়ার বৃক্ষ
উড়ে এসে বসে পাখি, কথা হয় পাখিদের সাথে
হাওয়ায় দুলে ঘাসফুল মুঠোভর্তি স্বপ্নও
আচমকা কড়া নাড়ে সদর দরজায়
কেউ নেই, হয়তোবা আছে কেউ
কেউ তো আছে বাড়াবে হাত,
কেউ তো আছে
এগিয়ে দেবে নির্ভরতার কাঁধ।

No comments:

Post a Comment