ছবি ছিলো মনের অ্যালবামে,
জলরঙের-তেলরঙের-
কিছু শুধুই পেনসিল স্কেচ।
জলরঙের ছবিগুলো রোদ্দুর
না পেয়ে বিবর্ণ,
তেলরঙ গুলো পোকায় কেটেছে,
পেনসিল স্কেচ তো কবেই
ধুয়ে মুছে পঞ্চভূতে বিলীন।
আবারো কিছু নতুন ছবি
জমা হচ্ছে এই রিক্ত সময়ে,
অজান্তে মনের অ্যালবামে-ঘাস রঙের,
সেগুলো রয়েই যাচ্ছে অদ্ভুত-অটুট।
বিশ্বাসের লাল পাথরে গড়েছি
স্বপ্নের সুখেরকেল্লা,
তার দেওয়াল ইস্পাত কঠিন,
আদরে-ভালবাসায় বোনা জলছাদ,
ভেতরে উজ্জ্বল সাতরং আলো
ঝলমল করছে সোহাগে।
No comments:
Post a Comment