কোথায় কি!

01 December 2015

জয়তী অধিকারী

































ক্ষতের প্রলেপ খুঁজে ফিরি দুয়ার থেকে দুয়ারে,
কোথাও অন্তত একটা দরজা তো আছে! একটা পরিবার?
একটা মন?
ছিন্নভিন্ন হয়ে যাওয়া দেহাবশেষ, শুকিয়ে যাওয়া রক্তের দাগ,
আর হাওয়ায় ভেসে বেড়ানো যন্ত্রণার রেশ...
হয়ত কোন একদিন ছাপ ফেলবে কোনও এক আজানের সুরে।
সেদিন বারুদের গন্ধ ছাপিয়ে ধূপের ধোঁয়ায় শুচিস্নান করবে পৃথিবী,
রাইফেলের নল থেকে ঝরবে ফুলের রাশি।
সারা বিশ্ব অনুসরণ করবে একটাই ধর্ম...মানবতা।

No comments:

Post a Comment