কোথায় কি!

03 March 2016

সুমন আহমেদ




১.
চোখে লাল, বুকে অগণিত বেদনা নিয়ে রোজ সকালে ঘুম থেকে উঠি, প্রাতঃরাশে যাই। অনিচ্ছার ঠোঁট ফেলে রেখে চায়ের চুমুকে, ছুটে যাই প্রাত্যহিক বুর্জোয়া বাসস্টান্ডে। নয়টা- ছয়টা অফিস আর জীবনে ঘানি টেনে টেনে আত্ম-বিক্রি করে মাস শেষে টাকা কিনে আনি। সে টাকায় সেজে ওঠে আমাদের রোবট সংসার। হে জীবন বলো আমি- কতোদিন সমুদ্র দেখি নি? বলো, কতোদিন পাখি আর পাতাদের সাথে পাতি নি মননের সংসার!
আমি তো পাখি হতে চেয়েছিলাম। পাখি হলে উড়ে যেতে পারতাম, গুলি খেয়ে মরে যেতে পারতাম।
পাখি হলে- না আত্মহত্যা লিখতে হতো বুকশিশুটির, না বেঁচে থাকার।



২.
ন্যায্য পেল না মানুষ
পেল কি শোভন পাখিটি?
দূরাগত হাওয়াও পায় নি
পেল না বুকের শিশুটি।

মানুষের বুকে ব্যাধি-
আকাশের বুকে পাপ
ইস্পাত এই শহরে-
কার কতো অনুতাপ?

No comments:

Post a Comment