কোথায় কি!

08 May 2016

সুমন কর




কবি ছিলাম সে তো বহু দিন আগে
ভুলে গেছি আজ, যত ছন্দ ছিল মনে
কবিতার খাতা পড়ে রয় অলস দুপুরে
অনেক রাত ভোর হয়েছে একটি লাইনের খোঁজে।

আগে হেসে কথা বলতো রঙিন ফুল
এখন দেখছি সবই ছিল আমার মনের ভুল  
উপমাগুলো শ্রী হারিয়েছে, বদলে নিয়েছে রূপ
এসব দেখে শব্দেরা অতলে দিয়েছে ডু

প্রথম বর্ষায় ভিজে যাওয়া ধরনীর বুক
সেখানে খুঁজে পেতাম তোমার প্রিয় মুখ
রঙধনু বিলীন হয়েছে, জল নেই রোদ
শব্দেরা অবিরাম করে যাচ্ছে অবরোধ। 

তাই লেখা হয় না নতুন কোন কবিতা
বেঁচে থাকাটাই যেন অবাক রসিকতা
শব্দগুলোকে আকাশের ঠিকানায় দিলাম ছুটি
ভাবছি, ফিরে যাবো না আজ বাড়ি।



No comments:

Post a Comment