কোথায় কি!

15 June 2016

আবুল কাইয়ুম



কবি ডালিয়া চৌধুরী নীল গোধূলি’ : মগ্নচৈতন্যের কাব্য


 নীল গোধূলি’, তরুণ কবি ডালিয়া চৌধুরীর চতুর্থ কাব্যগ্রন্থ। গত বইমেলা উপলক্ষে এই সুশোভন পেপারব্যাক গ্রন্থটি প্রকাশ করেছে ঢাকার অনুপ্রাণন প্রকাশন। শিল্পী চারু পিন্টুর নান্দনিক প্রচ্ছদ ও সুন্দর কাগজে ঝকঝকে ছাপা নিয়ে আটচল্লিশ পৃষ্ঠার এই ক্ষুদ্রাবয়ব কাব্যটিতে কবির মোট বিয়াল্লিশটি কবিতা স্থান পেয়েছে। এর আগে প্রকাশিত কবির কাব্যগুলো হচ্ছে – ‘অনুভবে সুখ’ (২০০৯), ‘মেঘময় নিকুঞ্জে রংধনু’ (২০১৩) ও জলজ কামনা’ (২০১৫)। ইংরেজী সাহিত্যে উচ্চতর শিক্ষায় শিক্ষিতা এই কবি বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে বসবাস করছেন।
আমার কাছে মনে হয়েছে, ‘নীল গোধূলিকাব্যে কবি ডালিয়া মগ্নচৈতন্যের কবি। তিনি ঘোর লাগা মনের জটিল অনুভূতিগুলো তাঁর আত্মনিবিষ্ট ভাষায় সুন্দরভাবে উপস্থাপন করেছেন। তাঁর স্বাতন্ত্র্য শুধু ভাষিক বয়নের মাঝে নয়, তা বিষয়ের পরোক্ষ উচ্চারণের মাধ্যমেও কবিতার পর কবিতায় ছড়িয়ে পড়েছে। আধুনিক জীবন ও সমাজের যন্ত্রণা ও প্রত্যাশাগুলোর প্রাবল্য তাঁর চিত্রপটে যে সব প্রভাব ফেলে সে সবই শৈল্পিক মোড়কে তাঁর কবিতায় ধরা দেয়। জীবনের সুখ-দু:খ, মিলন-বিরহ, দ্রোহ-ক্ষোভ, বেঁচে থাকার তাড়না এ সব খণ্ড খণ্ড চিত্রে প্রকাশিত হয়। তাঁর প্রেমের মাঝেও আছে বেদনা, প্রেমাকাঙ্ক্ষার পরাজয়। কখনো মনে হয়, এই প্রণয়-প্রত্যাশী কবির প্রেম যেন দ্বীপান্তরে চলে গেছে, কবি যেন দূরবীন চোখে দেখেন তাঁর আভাষ-
গভীর অন্ধকারের ঘূর্ণন থেকে ওঠে
আবেগের সৈকতে সফেদ সুর শোনার প্রাণন্ত চেষ্টা।
তবুও কিছু ভালো কয়েক ফোঁটা জল
বিভ্রম চোখে ছিটিয়ে দেখতে পাই দূরবর্তী প্রণয়।

কবি পরোক্ষে মনের কথা বলেন। এক সাথে অনেক কথা বলেন। এই সময়কে, সময়ের নানা যন্ত্রণাকে কবি তাঁর অন্তরে বিষের মতো শুঁষে যে সব অন্তর্দাহ প্রকাশ করেন সেখানেও পরাবাস্তবতার দাপট। যেমন দেখি এই কবিতাংশে-
সূর্যের সাথে নষ্ট সেৌন্দর্যের খেলা দেখে চলি
লোভ ঘিরে নিষ্ঠুর কামুক শহরে।
এখানে রোদ ঝরে অথচ ছায়া পড়ে না
বাতাস ব্যবচ্ছেদ করে ধূলির উড়ন্ত আক্রোশ
চন্দ্রালোকে বেহালা বাজায় অন্ধকারের জাদুকর
সুরের সাথে জড়ো হতে থাকা অগণিত সর্পের অবাধ স্বাধীনতা’।

কবি ডালিয়ার কবিতার পৃষ্ঠদেশে এক প্রকার চাক্ষুষ সৌন্দর্য’ আছে। আঙ্গিক ঠিক উত্তরাধুনিক কবিতার মতো ছাড়া ছাড়া বয়ন বা ছেঁড়া ছেঁড়া কথকতা দিয়ে গড়া নয়। আঙ্গিকের এই সেৌন্দর্য চমকার সব শব্দ-বিশেষণ ও দৃষ্টিনন্দন চিত্রকল্প প্রয়োগের ফল। তাঁর প্রবহমান গদ্যভঙ্গির পংক্তিগুলো পাঠে এই সেৌন্দর্য সম্ভোগের পূর্ণ তৃপ্তি হৃদয়কে নাড়া দিয়ে যায়। কারণ তাঁর কবিতার আপেক্ষিক উপস্থাপনের মাঝে খণ্ড খণ্ড বোধের ঝরণা ঝরে। আমার বিশ্বাস, এই বিশুদ্ধ কাব্যশিল্পীর কবিতা পাঠকদেরকে ভাবাবে এবং তাদের চিত্তে নানা বোধেরও জাগরণ ঘটাবে।
আমি এই নান্দনিক কাব্যগ্রন্থটির ব্যাপক প্রচার, বিপনন ও পাঠ কামনা করি।


[গ্রন্থ পরিচিতি : নীল গোধূলি’ (কাব্য)। লেখক : ডালিয়া চেৌধুরী। প্রকাশক : অনুপ্রাণন প্রকাশন, বি-৬৪ ও বি-৫৩ কনকর্ড এম্পোরিয়াম শপিং কমপ্লেক্স, কাঁটাবন, ঢাকা-১২০৫। প্রচ্ছদ শিল্পী- চারু পিন্টু। মূল্য : ৮০ টাকা।]


No comments:

Post a Comment