শ্রাবণের ঝরঝর বৃষ্টি ধারায়
বসে আছি অনাবিল তোমার
প্রতীক্ষায়
তোমার হলুদ বরণ দরদি ছোঁয়ায়
অনাদৃত বাগান ভরে যাবে
ফুলে-ফুলে এমন প্রত্যাশায়।
আসবে তো বর্ষা মুখর নির্জন
দুপুরে
যাবে তো আলতা রাঙা নূপুর পায়ে
বেলা শেষে নদীর তীর ঘেঁষে
সামনে যতদূর দু’চোখ যায়।
ইচ্ছা হলে আসতে পারো
যৌবনা স্ফুরিত এই বরষায়,
নতুন স্পৃহায়, নতুন বিমূঢ়
এখনো
বসে আছি শুধু তোমারই অপেক্ষায়...
No comments:
Post a Comment